বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৬-এর খসড়ায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর রাখা হয়েছে। আগে থেকেই বিয়ের বয়স ছিল ১৮, তবে আইনের খসড়ায় বাল্যবিয়ে রোধে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে খসড়ার নেতিবাচক দিক হলো— এতে আদালতের নির্দেশ ও বাবা-মায়ের সম্মতিতে ক্ষেত্রবিশেষে বাল্যবিয়েরও সুযোগ রাখা হয়েছে। প্রস্তাবিত এই আইনে ইতিমধ্যে অসন্তুষ্টি প্রকাশ করেছে নারী সংগঠনগুলো। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও উঠেছে আপত্তি। তারা বিশেষ ক্ষেত্রে ১৮ বছরের নিচে বিয়ের যে সুযোগ রাখা হয়েছে তার অপব্যবহারের আশঙ্কা করেছেন। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইনের খসড়ায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ রাখাকে আমরা নারী ও মানবাধিকার সংগঠনের ভাষায় ঢালাওভাবে সমালোচনা করতে চাই না। বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টিকে আমরা যৌক্তিক এবং বাস্তবসম্মত বলে অভিহিত করতে চাই। তবে বিশেষ ছাড়ের সুযোগে বাল্যবিয়ের ঢালাও সুযোগ যাতে সৃষ্টি না হয় সে বিষয়টিও জরুরি। এদিক থেকে নারী ও মানবাধিকার সংগঠনের বক্তব্য প্রাসঙ্গিকতার দাবিদার। আমাদের মতে, বিশেষ ক্ষেত্রে ছাড়ের বিষয়ে তাদের আপত্তি মূলত এর অপব্যবহারের আশঙ্কা থেকেই উচ্চারিত হচ্ছে। দেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আগে থেকেই ১৮ বছর ছিল এবং তার অপপ্রয়োগ ঘটেছে ভয়াবহভাবে। ১২-১৩ বছরের মেয়েকে ১৮ বছর বয়সী দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে। খসড়া আইনটি পাস হলে সে অপকৌশলের আশ্রয় যাতে কেউ নিতে না পারে সে পথ বন্ধ করতে হবে। বিয়ের ক্ষেত্রে জন্মনিবন্ধন এবং স্কুলের সার্টিফিকেটে উল্লিখিত বয়সকে আমলে আনতে হবে। এক্ষেত্রেও যাতে কারচুপির আশ্রয় না নেওয়া হয় সে বিষয়টিও নিশ্চিত করা জরুরি। আমাদের দেশে মেয়েদের বাল্যবিয়ের প্রধান কারণ বখাটেদের উৎপাত। আইনের শাসন প্রতিষ্ঠা করে সে যথেচ্ছতার অবসান ঘটাতে হবে।
শিরোনাম
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭