বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৬-এর খসড়ায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর রাখা হয়েছে। আগে থেকেই বিয়ের বয়স ছিল ১৮, তবে আইনের খসড়ায় বাল্যবিয়ে রোধে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে খসড়ার নেতিবাচক দিক হলো— এতে আদালতের নির্দেশ ও বাবা-মায়ের সম্মতিতে ক্ষেত্রবিশেষে বাল্যবিয়েরও সুযোগ রাখা হয়েছে। প্রস্তাবিত এই আইনে ইতিমধ্যে অসন্তুষ্টি প্রকাশ করেছে নারী সংগঠনগুলো। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও উঠেছে আপত্তি। তারা বিশেষ ক্ষেত্রে ১৮ বছরের নিচে বিয়ের যে সুযোগ রাখা হয়েছে তার অপব্যবহারের আশঙ্কা করেছেন। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইনের খসড়ায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ রাখাকে আমরা নারী ও মানবাধিকার সংগঠনের ভাষায় ঢালাওভাবে সমালোচনা করতে চাই না। বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টিকে আমরা যৌক্তিক এবং বাস্তবসম্মত বলে অভিহিত করতে চাই। তবে বিশেষ ছাড়ের সুযোগে বাল্যবিয়ের ঢালাও সুযোগ যাতে সৃষ্টি না হয় সে বিষয়টিও জরুরি। এদিক থেকে নারী ও মানবাধিকার সংগঠনের বক্তব্য প্রাসঙ্গিকতার দাবিদার। আমাদের মতে, বিশেষ ক্ষেত্রে ছাড়ের বিষয়ে তাদের আপত্তি মূলত এর অপব্যবহারের আশঙ্কা থেকেই উচ্চারিত হচ্ছে। দেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স আগে থেকেই ১৮ বছর ছিল এবং তার অপপ্রয়োগ ঘটেছে ভয়াবহভাবে। ১২-১৩ বছরের মেয়েকে ১৮ বছর বয়সী দেখিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে। খসড়া আইনটি পাস হলে সে অপকৌশলের আশ্রয় যাতে কেউ নিতে না পারে সে পথ বন্ধ করতে হবে। বিয়ের ক্ষেত্রে জন্মনিবন্ধন এবং স্কুলের সার্টিফিকেটে উল্লিখিত বয়সকে আমলে আনতে হবে। এক্ষেত্রেও যাতে কারচুপির আশ্রয় না নেওয়া হয় সে বিষয়টিও নিশ্চিত করা জরুরি। আমাদের দেশে মেয়েদের বাল্যবিয়ের প্রধান কারণ বখাটেদের উৎপাত। আইনের শাসন প্রতিষ্ঠা করে সে যথেচ্ছতার অবসান ঘটাতে হবে।
শিরোনাম
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
বাল্যবিয়ে নিরোধ আইন
অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর