ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী আজ। অসত্য, অসুন্দর ও অকল্যাণের বিনাশ সাধনে সত্য, সুন্দর ও কল্যাণের প্রতিভূ হয়ে এই দিনে আবির্ভূত হয়েছিলেন সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্ব মানবতার কল্যাণ সাধনে মনুষ্যত্বের জয় নিশ্চিত করতে তিনি মানবরূপে আসেন পৃথিবীতে। ধর্মীয় বিশ্বাস মতে, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’—এ ব্রত নিয়ে বাসুদেব ও দেবকীর সন্তান হিসেবে জন্ম নেন নিরাকার ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় আবির্ভূত হয়েছিলেন সে সময় অনাচার ও ত্রাসের রাজত্ব কায়েম ছিল। বিশ্বজুড়ে মানবতা অশুভ শক্তির ভ্রুকুটির শিকারে পরিণত হয়। সমকালীন শাসকদের অনেকেই সুনীতি বিসর্জন দিয়ে স্বেচ্ছাচারিতায় মত্ত হয়ে উঠেছিলেন। মথুরায় ঘটে বিপর্যয়কর ঘটনা। রাজা উগ্র সেনকে উত্খাত করে তার দাম্ভিক পুত্র কংস সিংহাসন দখল করেন। একই সময়ে আরও কয়েকজন রাজার কর্মকা-েও মানবতার আর্তধ্বনি বেজে উঠছিল। মানবতার সেই দুঃসময়ে ক্ষমতাদর্পীরা নারীর প্রকাশ্য অমর্যাদার ঘটনাও ঘটিয়েছে। বিচারের বাণী যখন নিভৃতে কাঁদছিল ঠিক তখনই শ্রীকৃষ্ণের আগমন ঘটে সত্য, সুন্দর ও কল্যাণের বার্তা নিয়ে। অন্যায় ও অকল্যাণের বিপরীতে পৃথিবীতে সুশাসন নিশ্চিত করেন তিনি। অত্যাচারী কংসরাজের ভগ্নি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। দেবকীর সন্তানের হাতে নিজের মৃত্যু হবে এ দৈব বাণী জেনে পাপিষ্ঠ রাজা কংস আপন ভগ্নির ছয় সন্তানকে ভূমিষ্ঠ হওয়া মাত্র হত্যা করলেও তার শেষ রক্ষা হয়নি। অলৌকিকভাবে কংস রাজের জিঘাংসা থেকে প্রাণে রক্ষা পান ভগবান শ্রীকৃষ্ণ। শুধু প্রাণে রক্ষা নয়, অত্যাচারী রাজাদের ধ্বংসও তিনি নিশ্চিত করেন। পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল সত্য, সুন্দর ও কল্যাণের বাণী নিয়ে। অসত্য, অসুন্দর ও অকল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে তার অপরাজেয় আদর্শ এই একবিংশ শতাব্দীতেও খুবই প্রাসঙ্গিক। আজ যখন বিশ্বজুড়ে হানাহানি ও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠছে তখন শ্রীকৃষ্ণের অবিনশ্বর মানবিক চেতনা শান্তি ও কল্যাণের পথ দেখাতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে জন্মাষ্টমী পালিত হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাণী দিয়েছেন। দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। শুভ জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের শুভেচ্ছা।
শিরোনাম
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
শুভ জন্মাষ্টমী
শ্রীকৃষ্ণের মানবিক চেতনা অপরাজেয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর