ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী আজ। অসত্য, অসুন্দর ও অকল্যাণের বিনাশ সাধনে সত্য, সুন্দর ও কল্যাণের প্রতিভূ হয়ে এই দিনে আবির্ভূত হয়েছিলেন সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্ব মানবতার কল্যাণ সাধনে মনুষ্যত্বের জয় নিশ্চিত করতে তিনি মানবরূপে আসেন পৃথিবীতে। ধর্মীয় বিশ্বাস মতে, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’—এ ব্রত নিয়ে বাসুদেব ও দেবকীর সন্তান হিসেবে জন্ম নেন নিরাকার ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় আবির্ভূত হয়েছিলেন সে সময় অনাচার ও ত্রাসের রাজত্ব কায়েম ছিল। বিশ্বজুড়ে মানবতা অশুভ শক্তির ভ্রুকুটির শিকারে পরিণত হয়। সমকালীন শাসকদের অনেকেই সুনীতি বিসর্জন দিয়ে স্বেচ্ছাচারিতায় মত্ত হয়ে উঠেছিলেন। মথুরায় ঘটে বিপর্যয়কর ঘটনা। রাজা উগ্র সেনকে উত্খাত করে তার দাম্ভিক পুত্র কংস সিংহাসন দখল করেন। একই সময়ে আরও কয়েকজন রাজার কর্মকা-েও মানবতার আর্তধ্বনি বেজে উঠছিল। মানবতার সেই দুঃসময়ে ক্ষমতাদর্পীরা নারীর প্রকাশ্য অমর্যাদার ঘটনাও ঘটিয়েছে। বিচারের বাণী যখন নিভৃতে কাঁদছিল ঠিক তখনই শ্রীকৃষ্ণের আগমন ঘটে সত্য, সুন্দর ও কল্যাণের বার্তা নিয়ে। অন্যায় ও অকল্যাণের বিপরীতে পৃথিবীতে সুশাসন নিশ্চিত করেন তিনি। অত্যাচারী কংসরাজের ভগ্নি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। দেবকীর সন্তানের হাতে নিজের মৃত্যু হবে এ দৈব বাণী জেনে পাপিষ্ঠ রাজা কংস আপন ভগ্নির ছয় সন্তানকে ভূমিষ্ঠ হওয়া মাত্র হত্যা করলেও তার শেষ রক্ষা হয়নি। অলৌকিকভাবে কংস রাজের জিঘাংসা থেকে প্রাণে রক্ষা পান ভগবান শ্রীকৃষ্ণ। শুধু প্রাণে রক্ষা নয়, অত্যাচারী রাজাদের ধ্বংসও তিনি নিশ্চিত করেন। পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল সত্য, সুন্দর ও কল্যাণের বাণী নিয়ে। অসত্য, অসুন্দর ও অকল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে তার অপরাজেয় আদর্শ এই একবিংশ শতাব্দীতেও খুবই প্রাসঙ্গিক। আজ যখন বিশ্বজুড়ে হানাহানি ও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠছে তখন শ্রীকৃষ্ণের অবিনশ্বর মানবিক চেতনা শান্তি ও কল্যাণের পথ দেখাতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে জন্মাষ্টমী পালিত হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাণী দিয়েছেন। দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। শুভ জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের শুভেচ্ছা।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে