ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী আজ। অসত্য, অসুন্দর ও অকল্যাণের বিনাশ সাধনে সত্য, সুন্দর ও কল্যাণের প্রতিভূ হয়ে এই দিনে আবির্ভূত হয়েছিলেন সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্ব মানবতার কল্যাণ সাধনে মনুষ্যত্বের জয় নিশ্চিত করতে তিনি মানবরূপে আসেন পৃথিবীতে। ধর্মীয় বিশ্বাস মতে, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’—এ ব্রত নিয়ে বাসুদেব ও দেবকীর সন্তান হিসেবে জন্ম নেন নিরাকার ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় আবির্ভূত হয়েছিলেন সে সময় অনাচার ও ত্রাসের রাজত্ব কায়েম ছিল। বিশ্বজুড়ে মানবতা অশুভ শক্তির ভ্রুকুটির শিকারে পরিণত হয়। সমকালীন শাসকদের অনেকেই সুনীতি বিসর্জন দিয়ে স্বেচ্ছাচারিতায় মত্ত হয়ে উঠেছিলেন। মথুরায় ঘটে বিপর্যয়কর ঘটনা। রাজা উগ্র সেনকে উত্খাত করে তার দাম্ভিক পুত্র কংস সিংহাসন দখল করেন। একই সময়ে আরও কয়েকজন রাজার কর্মকা-েও মানবতার আর্তধ্বনি বেজে উঠছিল। মানবতার সেই দুঃসময়ে ক্ষমতাদর্পীরা নারীর প্রকাশ্য অমর্যাদার ঘটনাও ঘটিয়েছে। বিচারের বাণী যখন নিভৃতে কাঁদছিল ঠিক তখনই শ্রীকৃষ্ণের আগমন ঘটে সত্য, সুন্দর ও কল্যাণের বার্তা নিয়ে। অন্যায় ও অকল্যাণের বিপরীতে পৃথিবীতে সুশাসন নিশ্চিত করেন তিনি। অত্যাচারী কংসরাজের ভগ্নি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। দেবকীর সন্তানের হাতে নিজের মৃত্যু হবে এ দৈব বাণী জেনে পাপিষ্ঠ রাজা কংস আপন ভগ্নির ছয় সন্তানকে ভূমিষ্ঠ হওয়া মাত্র হত্যা করলেও তার শেষ রক্ষা হয়নি। অলৌকিকভাবে কংস রাজের জিঘাংসা থেকে প্রাণে রক্ষা পান ভগবান শ্রীকৃষ্ণ। শুধু প্রাণে রক্ষা নয়, অত্যাচারী রাজাদের ধ্বংসও তিনি নিশ্চিত করেন। পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল সত্য, সুন্দর ও কল্যাণের বাণী নিয়ে। অসত্য, অসুন্দর ও অকল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে তার অপরাজেয় আদর্শ এই একবিংশ শতাব্দীতেও খুবই প্রাসঙ্গিক। আজ যখন বিশ্বজুড়ে হানাহানি ও অশান্তি মাথাচাড়া দিয়ে উঠছে তখন শ্রীকৃষ্ণের অবিনশ্বর মানবিক চেতনা শান্তি ও কল্যাণের পথ দেখাতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে জন্মাষ্টমী পালিত হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাণী দিয়েছেন। দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। শুভ জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের শুভেচ্ছা।
শিরোনাম
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর