শিরোনাম
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বর্ষ ঘুরিয়ে পাতা ঝরিয়ে মানুষকে সবক দেন আল্লাহ

মাওলানা সেলিম হোসাইন আজাদী

বর্ষ ঘুরিয়ে পাতা ঝরিয়ে মানুষকে সবক দেন আল্লাহ

কদিন আগের কথা। প্রচ- গরমে নাভিশ্বাস উঠেছিল আমাদের। মনে হয়েছিল, কোনোমতে যদি এ দেশ থেকে পালিয়ে কোনো শীতপ্রধান দেশে আশ্রয় নিতে পারতাম, তাহলে মহাসুখে জীবন কাটিয়ে দিতাম। গরম শেষে শীত এলো। এলো শৈত্যপ্রবাহ। প্রচ- শীতে কাঁপছে দেশ। এখন আবার মনে হচ্চে গ্রীষ্মপ্রধান কোনো এলাকায় গিয়ে যদি ঠাঁই নিতে পারি তাহলে হয়তো জীবন বেঁচে যাবে। এই যে শীত-গরম থেকে পালানোর মানসিকতা এ থেকেই প্রমাণিত হয় প্রকৃতির কাছে কত অসহায় আমরা। প্রথমত প্রকৃতির স্বাভাবিক চেহারা আমরাই বদলে দিয়েছি এবং প্রতি মুহূর্তে পরিবেশ নষ্ট করে প্রকৃতিকে বদলে দিচ্ছি। পরিবেশ-বিজ্ঞানীরা ধারণা করছেন, বাংলাদেশের মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে, নষ্ট করছে এ ধারা চলতে থাকলে একসময় বাংলাদেশের আবহাওয়া ভয়ঙ্কর আকার ধারণ করবে। গরমের সময় তাপমাত্রা চলে যাবে ৫০ ডিগ্রির ওপরে, আবার শীতের সময় তাপমাত্রা নেমে যাবে শূন্য ডিগ্রির নিচে। তখন আর বাংলাদেশকে মিষ্টি আবহাওয়ার দেশ বলা যাবে না। বাংলাদেশ তখন হয়ে যাবে তীব্র শীত ও প্রচ- গরমের দেশ। পৃথিবীর অন্যসব দেশের আবহাওয়া হয় তীব্র গরমের নয় তো তীব্র শীতের, কিন্তু বাংলাদেশই বোধহয় ব্যতিক্রমী দেশ হতে যাচ্ছে- তীব্র শীত, প্রচ- গরম, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের দেশ...। শীত-গরম কাল মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। আল কোরআনে আল্লাহতায়ালা বলেছেন প্রকৃতির পালাবদলে অবিশ্বাসীদের জন্য রয়েছে অনেক বড় নিদর্শন। প্রকৃতি যেমন এক অবস্থা থেকে আরেক অবস্থায় বদলে যায়, তেমন মানুষও এক অবস্থা থেকে আরেক অবস্থায় বদলে যাবে। একসময় সে কিছুই ছিল না। তারপর সে জš§ নিয়েছে, নির্দিষ্ট সময় পর মারা যাবে। আবার তার পুনরুত্থান হবে। হিসাব-নিকাশ হবে। এসব বিষয় বোঝা যায় প্রকৃতির বদলে যাওয়া দেখে। আরবের এক কবি বলেন, শীতের পাতাঝরা গাছের দিকে তাকাও, মনে হবে এ গাছ মরে গেছে। আর কখনো বেঁচে উঠবে না। কিন্তু শীত চলে গেলেই গাছে নতুন পাতা গজায়। নতুন করে গাছে প্রাণ আসে। গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যাওয়া নদীর দিকে তাকাও। মনে হবে এখানে পানি ছিল না। আর কখনো আসবেও না। অথচ বর্ষা এলে সেখানে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পানিতে। এমনিভাবে প্রকৃতির নানান পালাবদলের কথা বলে শেষে কবি বলেন, একদিন তুমিও এভাবে শেষ হয়ে যাবে। মনে হবে আর তোমার অস্তিত্ব পাওয়া যাবে না, তুমি আর জš§াবে না, পুনরুত্থিত হবে না, অথচ তোমার স্রষ্টা আল্লাহতায়ালা আল কোরআনে বারবার বলছেন, মৃত্যুর পর তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। আর এ ফিরে আসাটা যে কত বাস্তব, কত সহজ সম্ভব তা বোঝা যায় প্রকৃতির নানান পালাবদলের দিকে চোখ মেলে তাকালেই।

শীত এসেছে আমাদের জাগাতে। আমাদের নতুন করে মনে করিয়ে দিতে একদিন এভাবেই তুমি ঝরে যাবে। আবার নতুন করে তোমার জীবন শুরু হবে। সে জীবনের জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহতায়ালার ইবাদত-বন্দেগি করে সৎ পথে চললেই তবে তোমার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি মিলবে। তাই আসুন! প্রকৃতির পাঠশালার শীত নামক পাঠ থেকে আমরা শিক্ষা নিয়ে নতুন উদ্যমে নতুন করে জীবন সাজাই। পেছনের সব জড়তা, হীনতা, দুর্বলতা পায়ে মাড়িয়ে দুর্বার গতিতে সামনের দিকে, সৎ পথে এগিয়ে চলি। নতুন করে শুরু করার জন্য শীতের পাশাপাশি নববর্ষও আমাদের দুয়ারে এসেছে। শীতের মতো নববর্ষের আহ্বানও পেছনের সব ভালো-মন্দ ভুলে গিয়ে নতুন করে শুরু কর। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, তিনি যেন আমাদের জীবনের সব পুরনো ভুল-ত্রুটি নতুন ফুলে-ফলে সুসজ্জিত করে দেন। আমরা যেন নতুন করে আমাদের জীবন, প্রকৃতিকে সাজাতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দিন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

লেখক : মুফাসসিরে কোরআন।

সর্বশেষ খবর