বাংলাদেশ প্রতিদিন আজ একাদশ বছরে পদার্পণ করছে। এক দশক আগে শুরু হয়েছিল নতুন প্রজন্মের এই দৈনিকের পথচলা। পূর্বপ্রস্তুতি ছাড়াই ধূমকেতুর মতো হঠাৎ আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ প্রতিদিন। দেশবাসীকে ভরসার স্থল ভেবে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছিলেন এর প্রত্যেক কর্মী। প্রথম বছরেই বাংলাদেশ প্রতিদিন প্রচারসংখ্যার শীর্ষে পৌঁছতে সক্ষম হয়। দেশবাসীর ভালোবাসায় সে অবস্থান শুধু ধরে রাখা নয়, গত এক দশকে প্রতিদিনই সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের কাফেলায় প্রতিদিন জড়ো হয়েছেন আরও বেশি পাঠক। পথচলার ক্ষেত্রে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত না করার ঐশী নির্দেশনাকে অনুসরণ করেছে এ দৈনিকটি। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়কে আমরা পাথেয় হিসেবে নিয়েছি। প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ প্রতিদিন। মুক্তবুদ্ধি ও মুক্ত বিবেকের প্রতিধ্বনি হিসেবে নিজেদের চিহ্নিত করতে আমাদের প্রয়াসে কোনো ঘাটতি ছিল না। যা কিছু অসত্য তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই দৈনিক। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াকু ভূমিকায় কখনো ছেদ টানা হয়নি। অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নেওয়ার নিরন্তর চেষ্টা অব্যাহত রেখেছি আমরা। বাংলাদেশ প্রতিদিন চলার পথে কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজেকে প্রতিনিয়ত অতিক্রম করাকে করণীয় বলে ভেবেছে। সাধ ও সাধ্যের বৈপরীত্য প্রত্যাশা পূরণে বহু ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও ইপ্সিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার সংকল্পে আমরা কখনো পিছপা হইনি। একাদশ বছরে পদার্পণের এই স্মরণীয় দিনে আমরা পাঠককে আশ্বস্ত করতে চাই- যে কোনো মূল্যে বাংলাদেশ প্রতিদিন সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলা অব্যাহত রাখবে। মানুষের হৃদয়রাজ্যে স্থান পাওয়া দৈনিক হিসেবে নিজেদের যে গর্বিত পরিচিতি গড়ে উঠেছে তা সমুন্নত রাখাকে কর্তব্য বলে ভাববে। প্রচারসংখ্যায় শীর্ষে থাকার কৃতিত্বে আত্মতৃপ্তি নয়, বরং আরও বেশি দায়িত্বশীল হওয়ার চেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ প্রতিদিন। সংবাদ পরিবেশনে সক্রিয় নিরপেক্ষতার নীতিতে অটল থাকতেও আমরা বদ্ধপরিকর। ব্যক্তি, দল বা গোষ্ঠীর বদলে দেশবাসীর কাছে অঙ্গীকারবদ্ধ থাকার নীতি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। মহান মুক্তিযুদ্ধের উত্তরসূরি হিসেবে মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে বাংলাদেশ প্রতিদিন। এ লক্ষ্য অর্জনে আমরা সর্বশক্তিমানের সহায়তা চাই। সহৃদয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সমর্থন অব্যাহত রাখারও সনির্বন্ধ আবেদন জানাই।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
একাদশের প্রতিশ্রুতি
সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকব আমরা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর