দেশে অবৈধ অস্ত্রের ঝনঝনানির পাশাপাশি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারও বাড়ছে উদ্বেগজনকভাবে। প্রতিপক্ষকে ঘায়েল ও আধিপত্য বিস্তারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বৈধ অস্ত্র। স্বাধীনতার পর বাংলাদেশে ছিল অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। পাকিস্তানি হানাদার ও তাদের এ-দেশীয় দালালরা পালিয়ে যাওয়ার সময় যেখানে সেখানে ফেলে যায় অস্ত্র। তাদের তল্পিবাহকদের কাছেও অস্ত্র সরবরাহ করে। গত ৫০ বছরে একের পর এক অভিযানে অবৈধ অস্ত্রের ব্যবহার কিছুটা হ্রাস পেলেও বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার আইনশৃঙ্খলা ও জনস্বার্থের জন্য বিড়ম্বনা ডেকে আনছে। রাজনীতিতে দুর্বৃত্তায়নের থাবা বিস্তৃত হওয়ায় রাজনৈতিক দলে পেশাদার অপরাধীরাও ঠাঁই পাচ্ছে। ঠিকাদারি ব্যবসার অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে অস্ত্রবাজরা। অবৈধভাবে বৈধ অস্ত্র ব্যবহারই শুধু নয়, অপরাধীদের কাছে অনেক সময় ভাড়াও দেওয়া হচ্ছে। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে একদিকে যেমন ভয়ভীতি দেখানো হচ্ছে তেমনি ব্যবহার হচ্ছে চাঁদাবাজি, রাজনৈতিক সংঘর্ষ, এমনকি সরকারি উচ্ছেদ অভিযান ঠেকাতেও। বৈধ অস্ত্র দিয়ে ঘটছে খুনও। সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বৈধ অস্ত্রের অবৈধ মহড়া দেখা গেছে ব্যাপকভাবে। রাজনৈতিক দলের পদপদবি ব্যবহার করে ঠিকাদারের অনেকেই জেলা-উপজেলা শহরের সরকারি অফিসে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ঘুরে বেড়ায় এমন অভিযোগ ওপেন সিক্রেট। দেশের সীমান্ত হয়ে অত্যাধুনিক সব অবৈধ অস্ত্র দেশে ঢোকায় জননিরাপত্তা বিঘিœত হচ্ছে। সম্প্রতি নোয়াখালীতে একজন প্রভাবশালী রাজনীতিক অভিযোগ করেছেন, সারা দেশে বিপুল অবৈধ অস্ত্র রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও কমছে না অবৈধ অস্ত্রের ঝনঝনানি। দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থেই সব ধরনের অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধ হওয়া দরকার। এ জন্য শুধু অভিযান নয়, দুর্বৃত্তদের বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া বন্ধ হওয়া জরুরি। রাজনীতিতে যাতে দুর্বৃত্তরা ঠাঁই না পায় সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’