অপরিকল্পিত নগরায়ণে ভারি বৃষ্টি হলেই রাজধানী ঢাকা পরিণত হয় জলজটের নগরীতে। চট্টগ্রামের অবস্থাও অভিন্ন। অপর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা ও পানি নিষ্কাশনের অভাবে দুই মেগা সিটিতে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা নিয়তির লিখন হয়ে দাঁড়ায়। মঙ্গলবার বৃষ্টিপাতে রাজধানী ও চট্টগ্রামের নিচু এলাকাগুলো পানিতে সয়লাব হয়ে যায়। দুই মহানগরীর প্রায় সব রাস্তা পিচের তৈরি হওয়ায় এর একাংশ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার সমাধানে বিভিন্ন কর্তৃপক্ষ একের পর এক পরিকল্পনা নিলেও তাতে সুফল মিলছে না। রাজধানীর জলাবদ্ধতা কমাতে নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, সম্প্রসারণ, খাল সংস্কার, নর্দমা ও বক্স কালভার্ট পরিষ্কারের কাজে শত শত কোটি টাকা ব্যয়ের পরও পরিস্থিতির গুণগত পরিবর্তন নেই। চট্টগ্রামের সমস্যা আরও প্রকট। জলাবদ্ধতা অচলাবস্থা সৃষ্টি করছে বন্দরনগরে। প্রাকৃতিক খালগুলো বেদখল হয়ে যাওয়া এবং নগরায়ণের ক্ষেত্রে যে অব্যবস্থাপনার ছাপ রয়েছে তার খেসারত দিতে হচ্ছে দুই মহানগরবাসীকে। অপর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা জলাবদ্ধতার অন্যতম কারণ। রাজধানীর পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হতো বেশ কিছু প্রাকৃতিক খাল। এসবের সিংহভাগই ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা অনিবার্য হয়ে উঠেছে। অদ্ভুত এ দেশে খাল এমনকি নদীও বেদখল হয়ে যায়। যারা জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হন সরকারের ভূমি দফতরের সেই অসৎ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একশ্রেণির লুটেরা তা আত্মসাতের কৃতিত্ব দেখাচ্ছে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীতে। চট্টগ্রামের দুঃখ হয়ে বিরাজ করছে বিভিন্ন খাল ভরাটের ঘটনা। এসব খাল সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে অচলাবস্থা দেখা দেয় নগরজীবনে। নাগরিকদের ভোগান্তির সৃষ্টি হয়। আমাদের মতে, রাজধানী ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকার ও তিন সিটি করপোরেশনকে দৃঢ় সংকল্পবদ্ধ ভূমিকা গ্রহণ করতে হবে। সিটি নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়র জলাবদ্ধতা সমস্যার সমাধানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। ভরাট খালগুলো পুনর্দখলের উদ্যোগ নিতে হবে জরুরি ভিত্তিতে। ড্রেনেজব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ ঘটিয়ে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা দরকার।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ