অপরিকল্পিত নগরায়ণে ভারি বৃষ্টি হলেই রাজধানী ঢাকা পরিণত হয় জলজটের নগরীতে। চট্টগ্রামের অবস্থাও অভিন্ন। অপর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা ও পানি নিষ্কাশনের অভাবে দুই মেগা সিটিতে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা নিয়তির লিখন হয়ে দাঁড়ায়। মঙ্গলবার বৃষ্টিপাতে রাজধানী ও চট্টগ্রামের নিচু এলাকাগুলো পানিতে সয়লাব হয়ে যায়। দুই মহানগরীর প্রায় সব রাস্তা পিচের তৈরি হওয়ায় এর একাংশ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার সমাধানে বিভিন্ন কর্তৃপক্ষ একের পর এক পরিকল্পনা নিলেও তাতে সুফল মিলছে না। রাজধানীর জলাবদ্ধতা কমাতে নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, সম্প্রসারণ, খাল সংস্কার, নর্দমা ও বক্স কালভার্ট পরিষ্কারের কাজে শত শত কোটি টাকা ব্যয়ের পরও পরিস্থিতির গুণগত পরিবর্তন নেই। চট্টগ্রামের সমস্যা আরও প্রকট। জলাবদ্ধতা অচলাবস্থা সৃষ্টি করছে বন্দরনগরে। প্রাকৃতিক খালগুলো বেদখল হয়ে যাওয়া এবং নগরায়ণের ক্ষেত্রে যে অব্যবস্থাপনার ছাপ রয়েছে তার খেসারত দিতে হচ্ছে দুই মহানগরবাসীকে। অপর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা জলাবদ্ধতার অন্যতম কারণ। রাজধানীর পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হতো বেশ কিছু প্রাকৃতিক খাল। এসবের সিংহভাগই ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা অনিবার্য হয়ে উঠেছে। অদ্ভুত এ দেশে খাল এমনকি নদীও বেদখল হয়ে যায়। যারা জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হন সরকারের ভূমি দফতরের সেই অসৎ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একশ্রেণির লুটেরা তা আত্মসাতের কৃতিত্ব দেখাচ্ছে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীতে। চট্টগ্রামের দুঃখ হয়ে বিরাজ করছে বিভিন্ন খাল ভরাটের ঘটনা। এসব খাল সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে অচলাবস্থা দেখা দেয় নগরজীবনে। নাগরিকদের ভোগান্তির সৃষ্টি হয়। আমাদের মতে, রাজধানী ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকার ও তিন সিটি করপোরেশনকে দৃঢ় সংকল্পবদ্ধ ভূমিকা গ্রহণ করতে হবে। সিটি নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়র জলাবদ্ধতা সমস্যার সমাধানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। ভরাট খালগুলো পুনর্দখলের উদ্যোগ নিতে হবে জরুরি ভিত্তিতে। ড্রেনেজব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ ঘটিয়ে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা দরকার।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা
সরকার ও তিন মেয়রকে উদ্যোগী হতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর