সাইবার অপরাধ এখন দেশের অপরাধ জগতের শিরোমণি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই এর শিকার হচ্ছে বিপুলসংখ্যক মানুষ। সাইবার অপরাধের শিকার যারা তাদের মধ্যে মাত্র ২১ দশমিক ৪৩ শতাংশ আনুষ্ঠানিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করেন। বাদবাকিরা অভিযোগ করা থেকে বিরত থাকেন বিচারহীনতার সংস্কৃতিতে কোনো প্রতিকার পাবেন কিনা এ সংশয়ে। যারা অভিযোগ করেন তাদের মাত্র ২২ শতাংশ আশানুরূপ ফল পেলেও ৭২ ভাগই প্রতিকার পান না। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। সংগঠনটি গত শুক্রবার ১৬৮ জনের ওপর চালানো জরিপের ভিত্তিতে এমন ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জরিপে অংশগ্রহণকারীদের সবাই ২০১৯-২০ সালে সাইবার অপরাধের শিকার হয়েছিলেন। প্রতিবেদনটিতে সাইবার অপরাধের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করে বলা হয়- সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মতো অপরাধ শীর্ষে রয়েছে। যার হার ২৮ দশমিক ৩১ শতাংশ। ২০১৯ সালের প্রতিবেদনে এ হার ছিল ১৫ দশমিক ৩৫ শতাংশ। ২০১৯ সালের প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনা ২২ দশমিক ৩৩ শতাংশ হলেও এবার তা কমে ১৬.৩১ শতাংশ হয়েছে। যৌন হয়রানিমূলক একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ব্যবহার করে হয়রানির মাত্রা বেড়েছে। অপরাধের মাত্রায় অনলাইনে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনা এবার তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে। তবে এ অপরাধের মাত্রা গতবারের প্রতিবেদনের তুলনায় প্রায় ৩ শতাংশ কমেছে। জরিপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সর্বাধিক সংখ্যায় সাইবার অপরাধের শিকার এবং ভুক্তভোগীদের বেশির ভাগই নারী। সাইবার অপরাধের প্রতিকারে দেশে আইন থাকলেও আইন প্রয়োগকারী সংস্থার অদক্ষতায় অপরাধীদের নিয়ন্ত্রণ করা অধিকাংশ ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সাইবার অপরাধীদের দৌরাত্ম্যে আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনাও কম নয়। এ প্রেক্ষাপটে অপরাধীদের সামাল দিতে সরকারকে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।
শিরোনাম
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
সাইবার অপরাধ
সরকারের দৃঢ় সংকল্পবদ্ধ ভূমিকা কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর