রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

উত্তম মানুষ

মুফতি মুহাম্মদ এহছানুল হক মুজাদ্দেদী

উত্তম মানুষ

ইসলাম শান্তি, মানবিকতা, উত্তম চরিত্র, উত্তম আচরণের ধর্ম। আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে এ পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমাদের দুনিয়ার এ জীবনে আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ জেনে বুঝে মেনে মানবিক মানুষ, উত্তম মানুষ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন উত্তম চরিত্র, উত্তম আদর্শের অধিকারী। তিনি তাঁর জীবন পরিচালনার মাধ্যমে, হাদিসের মাধ্যমে তাঁর উম্মত হিসেবে আমাদের এ পৃথিবীতে উত্তম মানুষের পরিচয় দিয়েছেন। আসুন সবচেয়ে সর্বোত্তম ১০ জন মানুষের পরিচয় আমরা জানব এবং আমল করার চেষ্টা করব। এক. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন পড়ে, শেখে এবং অন্যকে পড়ায়, শেখায়।’ বুখারি। দুই. রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ বুখারি। তিন. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো।’ বুখারি। চার. রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ তিরমিজি। পাঁচ. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো।’ ইবনে হিব্বান। ছয়. রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং (নেক) কাজে উত্তম।’ মুসনাদে আহমাদ। সাত. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।’ দারাকুতনি। আট. রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন হে আল্লাহর রসুল! সত্যবাদী মুখ বোঝা গেল কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? তিনি বর্ণনা করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খিয়ানত ও হিংসা-বিদ্বেষ।’ ইবনে মাজাহ। নয়. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ তিরমিজি। দশ. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ বুখারি। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মোতাবেক আমাদের সবাইকে এ রকম সর্বোত্তম মানুষ হয়ে আমলি জীবন পরিচালিত করার তৌফিক দান করুন।

লেখক : খতিব, মণিপুর বাইতুল আশরাফ (মাইকওয়ালা) জামে মসজিদ মিরপুর, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর