মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কনস্টেবল নিয়োগ

স্বচ্ছতা নিশ্চিত হোক

স্বাধীন বাংলাদেশে প্রথম পুলিশ সপ্তাহ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনসে দেওয়া ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছিলেন, আপনারা স্বাধীন দেশের পুলিশ। আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন, জনগণের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, পুলিশকে জনগণের সেবক হতে হবে। পুলিশের প্রত্যেক সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর ইচ্ছার প্রতিফলন যেন আমরা দেখতে পেলাম করোনাকালে। মহামারীর এ সংকটকালে মানবিক সহায়তার হাত বাড়িয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশকে মানুষের শ্রদ্ধা আদায় ও বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন দক্ষ পুলিশ প্রশাসন। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশে প্রায় ১০ হাজার কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আসছে সেপ্টেম্বরে। দুর্নীতিকে জিরো টলারেন্সে রেখে এ নিয়োগ সম্পন্ন হবে নতুন পদ্ধতিতে। পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি), ১৯৪৩-এর কিছু প্রবিধান সংশোধন করে কনস্টেবল ও নারী কনস্টেবলদের ন্যূনতম উচ্চতা ২ ইঞ্চি করে বাড়ানো হয়েছে। আগের মতো আবেদন করলেই ডাকা হবে না পুলিশ লাইনসে। উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সম্ভাব্য যোগ্য প্রার্থীদের অটো স্ক্রিনিং করে অধিকতর যোগ্যদের ডাকা হবে। নিয়োগবিধিতে এবারই প্রথম কণ্ঠস্বর পরীক্ষাও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের যোগ্য হিসেবে গড়ে তুলতে উপযুক্ত প্রশিক্ষণ ও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। মানুষের আকাক্সক্ষা অনুযায়ী পুলিশকে এক্ষুনি তৈরি করা না গেলে কাক্সিক্ষত ভিশন বাস্তবায়ন সম্ভব নয়। জনগণের আকাক্সিক্ষত পুলিশ পেতে হলে নিয়োগে অবশ্যই দুর্নীতি-অনিয়ম বন্ধ করতে হবে। আমরা জনগণের পুলিশ চাই। পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠবে এমন নিশ্চয়তা বিধানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার কোনো বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর