সারা দেশে সরকারি হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৮ দালালকে ৯ লাখ টাকার বেশি অর্থদন্ডে দন্ডিত করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাইরে জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা নেওয়া হয়। র্যাবের ১৫টি ব্যাটালিয়নের আওতাধীন ৬৯টি সেবামূলক প্রতিষ্ঠানে রবিবার দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটক ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ দালালকে গ্রেফতার করে র্যাব-৩-এর একটি দল। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে স্বীকারোক্তির ভিত্তিতে ৩০ দালালকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই দিন ঢাকার কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয় ও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৫২ সদস্যকে আটক করে র্যাব-১০। এর মধ্যে ২৯ জনকে সর্বনিম্ন সাত দিন ও সর্বোচ্চ দুই মাস সাজা দেওয়া হয়। ১৩ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। একই দিন চট্টগ্রাম, নোয়াখালী, জয়পুরহাট, নীলফামারী, সাতক্ষীরা, হবিগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালীতেও অভিযান চালানো হয়। দেশের সরকারি হাসপাতালগুলোর সেবা গ্রহণকারীরা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তাদের সহযোগী ‘দালাল’ নামের অশুভ চক্রের হাতে জিম্মি। উৎকোচ ছাড়া হাসপাতালে সেবা পাওয়া দুরূহ। সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে নেওয়া হয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে, সে ক্ষেত্রেও দালাল ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একাংশের অশুভ যোগসাজশ কাজ করে। বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কোনো সেবা পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অকল্পনীয়। আমরা আশা করব র্যাব তাদের প্রতিশ্রুত অভিযান অব্যাহত রাখবে। এসব প্রতিষ্ঠানের অনিয়ম তাতে পুরোপুরি বন্ধ না হলেও ভোগান্তি সৃষ্টিকারী চক্রের দৌরাত্ম্য কিছুটা যে কমবে সন্দেহ নেই।
শিরোনাম
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ