সারা দেশে সরকারি হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৮ দালালকে ৯ লাখ টাকার বেশি অর্থদন্ডে দন্ডিত করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাইরে জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা নেওয়া হয়। র্যাবের ১৫টি ব্যাটালিয়নের আওতাধীন ৬৯টি সেবামূলক প্রতিষ্ঠানে রবিবার দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটক ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ দালালকে গ্রেফতার করে র্যাব-৩-এর একটি দল। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে স্বীকারোক্তির ভিত্তিতে ৩০ দালালকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই দিন ঢাকার কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয় ও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৫২ সদস্যকে আটক করে র্যাব-১০। এর মধ্যে ২৯ জনকে সর্বনিম্ন সাত দিন ও সর্বোচ্চ দুই মাস সাজা দেওয়া হয়। ১৩ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। একই দিন চট্টগ্রাম, নোয়াখালী, জয়পুরহাট, নীলফামারী, সাতক্ষীরা, হবিগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালীতেও অভিযান চালানো হয়। দেশের সরকারি হাসপাতালগুলোর সেবা গ্রহণকারীরা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তাদের সহযোগী ‘দালাল’ নামের অশুভ চক্রের হাতে জিম্মি। উৎকোচ ছাড়া হাসপাতালে সেবা পাওয়া দুরূহ। সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে নেওয়া হয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে, সে ক্ষেত্রেও দালাল ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একাংশের অশুভ যোগসাজশ কাজ করে। বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কোনো সেবা পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অকল্পনীয়। আমরা আশা করব র্যাব তাদের প্রতিশ্রুত অভিযান অব্যাহত রাখবে। এসব প্রতিষ্ঠানের অনিয়ম তাতে পুরোপুরি বন্ধ না হলেও ভোগান্তি সৃষ্টিকারী চক্রের দৌরাত্ম্য কিছুটা যে কমবে সন্দেহ নেই।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে