সারা দেশে সরকারি হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৮ দালালকে ৯ লাখ টাকার বেশি অর্থদন্ডে দন্ডিত করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাইরে জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা নেওয়া হয়। র্যাবের ১৫টি ব্যাটালিয়নের আওতাধীন ৬৯টি সেবামূলক প্রতিষ্ঠানে রবিবার দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটক ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ দালালকে গ্রেফতার করে র্যাব-৩-এর একটি দল। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে স্বীকারোক্তির ভিত্তিতে ৩০ দালালকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই দিন ঢাকার কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয় ও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৫২ সদস্যকে আটক করে র্যাব-১০। এর মধ্যে ২৯ জনকে সর্বনিম্ন সাত দিন ও সর্বোচ্চ দুই মাস সাজা দেওয়া হয়। ১৩ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। একই দিন চট্টগ্রাম, নোয়াখালী, জয়পুরহাট, নীলফামারী, সাতক্ষীরা, হবিগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালীতেও অভিযান চালানো হয়। দেশের সরকারি হাসপাতালগুলোর সেবা গ্রহণকারীরা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তাদের সহযোগী ‘দালাল’ নামের অশুভ চক্রের হাতে জিম্মি। উৎকোচ ছাড়া হাসপাতালে সেবা পাওয়া দুরূহ। সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে নেওয়া হয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে, সে ক্ষেত্রেও দালাল ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একাংশের অশুভ যোগসাজশ কাজ করে। বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কোনো সেবা পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অকল্পনীয়। আমরা আশা করব র্যাব তাদের প্রতিশ্রুত অভিযান অব্যাহত রাখবে। এসব প্রতিষ্ঠানের অনিয়ম তাতে পুরোপুরি বন্ধ না হলেও ভোগান্তি সৃষ্টিকারী চক্রের দৌরাত্ম্য কিছুটা যে কমবে সন্দেহ নেই।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
র্যাবের সাঁড়াশি অভিযান
দালাল ও দুর্নীতিবাজদের দমন করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর