সারা দেশে সরকারি হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৮ দালালকে ৯ লাখ টাকার বেশি অর্থদন্ডে দন্ডিত করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাইরে জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা নেওয়া হয়। র্যাবের ১৫টি ব্যাটালিয়নের আওতাধীন ৬৯টি সেবামূলক প্রতিষ্ঠানে রবিবার দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটক ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ দালালকে গ্রেফতার করে র্যাব-৩-এর একটি দল। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে স্বীকারোক্তির ভিত্তিতে ৩০ দালালকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই দিন ঢাকার কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয় ও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৫২ সদস্যকে আটক করে র্যাব-১০। এর মধ্যে ২৯ জনকে সর্বনিম্ন সাত দিন ও সর্বোচ্চ দুই মাস সাজা দেওয়া হয়। ১৩ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। একই দিন চট্টগ্রাম, নোয়াখালী, জয়পুরহাট, নীলফামারী, সাতক্ষীরা, হবিগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালীতেও অভিযান চালানো হয়। দেশের সরকারি হাসপাতালগুলোর সেবা গ্রহণকারীরা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তাদের সহযোগী ‘দালাল’ নামের অশুভ চক্রের হাতে জিম্মি। উৎকোচ ছাড়া হাসপাতালে সেবা পাওয়া দুরূহ। সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে নেওয়া হয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে, সে ক্ষেত্রেও দালাল ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একাংশের অশুভ যোগসাজশ কাজ করে। বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কোনো সেবা পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অকল্পনীয়। আমরা আশা করব র্যাব তাদের প্রতিশ্রুত অভিযান অব্যাহত রাখবে। এসব প্রতিষ্ঠানের অনিয়ম তাতে পুরোপুরি বন্ধ না হলেও ভোগান্তি সৃষ্টিকারী চক্রের দৌরাত্ম্য কিছুটা যে কমবে সন্দেহ নেই।
শিরোনাম
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
র্যাবের সাঁড়াশি অভিযান
দালাল ও দুর্নীতিবাজদের দমন করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর