ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি পিঁয়াজের দাম বাড়ার পেছনে গুটিকয় ব্যবসায়ীর কারসাজি জড়িত ছিল বলে মন্তব্য করেছেন। ব্যবসায়ী নেতারা যে কোনো বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কথা বলেন এটা অনেকটা ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাতারাতি পিঁয়াজের দাম বাড়িয়ে যারা লাখ লাখ মানুষের পকেট কাটার দুবর্ৃৃত্তপনায় জড়িত তাদের বিরুদ্ধে মুখ খুলে এফবিসিসিআই সভাপতি সে ধারা থেকে বেরিয়ে এসেছেন প্রশংসনীয়ভাবে। স্বীকার করেছেন মূল্যবৃদ্ধির অপকর্মে জড়িত কিছু অসাধু ব্যক্তির জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রবিবার মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বাজারে অরাজকতা চলছে। এফবিসিসিআই এ সিন্ডিকেট ভাঙবে। ব্যবসায়ীদের জবাবদিহির মধ্যে আনা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পিঁয়াজের দাম কমাতে সরকার আমদানি শুল্ক হ্রাস করেছে। এমন সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম কমেছে। হ্রাসকৃত হারে শুল্ক পরিশোধ করা পিঁয়াজ বাজারে আসার আগে দাম কমে যাওয়া স্বাভাবিক নয়। এ ঘটনাই বলে দেয় পিঁয়াজের বাজারে অস্বাভাবিক কোনো বিষয় রয়েছে। বাজারের এমন সিন্ডিকেট ভাঙতে এফবিসিসিআই কাজ করবে। অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি যখন সাধারণ মানুষের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে তখন অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার অঙ্গীকার আশাজাগানিয়া ঘটনা। আমরা বিশ্বাস করি স্বাধীনতার ৫০ বছরে দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে ব্যবসায়ী সম্প্রদায়ের অবদান অনন্য। ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে অবশ্যই মুনাফা অর্জন করবেন, তবে অতিমুনাফার কারণে তা যাতে সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই অসৎ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে এফবিসিসিআইর সচেতন ভূমিকা প্রত্যাশিত।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ