ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি পিঁয়াজের দাম বাড়ার পেছনে গুটিকয় ব্যবসায়ীর কারসাজি জড়িত ছিল বলে মন্তব্য করেছেন। ব্যবসায়ী নেতারা যে কোনো বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কথা বলেন এটা অনেকটা ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাতারাতি পিঁয়াজের দাম বাড়িয়ে যারা লাখ লাখ মানুষের পকেট কাটার দুবর্ৃৃত্তপনায় জড়িত তাদের বিরুদ্ধে মুখ খুলে এফবিসিসিআই সভাপতি সে ধারা থেকে বেরিয়ে এসেছেন প্রশংসনীয়ভাবে। স্বীকার করেছেন মূল্যবৃদ্ধির অপকর্মে জড়িত কিছু অসাধু ব্যক্তির জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রবিবার মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বাজারে অরাজকতা চলছে। এফবিসিসিআই এ সিন্ডিকেট ভাঙবে। ব্যবসায়ীদের জবাবদিহির মধ্যে আনা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পিঁয়াজের দাম কমাতে সরকার আমদানি শুল্ক হ্রাস করেছে। এমন সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম কমেছে। হ্রাসকৃত হারে শুল্ক পরিশোধ করা পিঁয়াজ বাজারে আসার আগে দাম কমে যাওয়া স্বাভাবিক নয়। এ ঘটনাই বলে দেয় পিঁয়াজের বাজারে অস্বাভাবিক কোনো বিষয় রয়েছে। বাজারের এমন সিন্ডিকেট ভাঙতে এফবিসিসিআই কাজ করবে। অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি যখন সাধারণ মানুষের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে তখন অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার অঙ্গীকার আশাজাগানিয়া ঘটনা। আমরা বিশ্বাস করি স্বাধীনতার ৫০ বছরে দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে ব্যবসায়ী সম্প্রদায়ের অবদান অনন্য। ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে অবশ্যই মুনাফা অর্জন করবেন, তবে অতিমুনাফার কারণে তা যাতে সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই অসৎ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে এফবিসিসিআইর সচেতন ভূমিকা প্রত্যাশিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ