ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি পিঁয়াজের দাম বাড়ার পেছনে গুটিকয় ব্যবসায়ীর কারসাজি জড়িত ছিল বলে মন্তব্য করেছেন। ব্যবসায়ী নেতারা যে কোনো বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কথা বলেন এটা অনেকটা ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাতারাতি পিঁয়াজের দাম বাড়িয়ে যারা লাখ লাখ মানুষের পকেট কাটার দুবর্ৃৃত্তপনায় জড়িত তাদের বিরুদ্ধে মুখ খুলে এফবিসিসিআই সভাপতি সে ধারা থেকে বেরিয়ে এসেছেন প্রশংসনীয়ভাবে। স্বীকার করেছেন মূল্যবৃদ্ধির অপকর্মে জড়িত কিছু অসাধু ব্যক্তির জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রবিবার মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বাজারে অরাজকতা চলছে। এফবিসিসিআই এ সিন্ডিকেট ভাঙবে। ব্যবসায়ীদের জবাবদিহির মধ্যে আনা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পিঁয়াজের দাম কমাতে সরকার আমদানি শুল্ক হ্রাস করেছে। এমন সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম কমেছে। হ্রাসকৃত হারে শুল্ক পরিশোধ করা পিঁয়াজ বাজারে আসার আগে দাম কমে যাওয়া স্বাভাবিক নয়। এ ঘটনাই বলে দেয় পিঁয়াজের বাজারে অস্বাভাবিক কোনো বিষয় রয়েছে। বাজারের এমন সিন্ডিকেট ভাঙতে এফবিসিসিআই কাজ করবে। অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি যখন সাধারণ মানুষের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে তখন অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার অঙ্গীকার আশাজাগানিয়া ঘটনা। আমরা বিশ্বাস করি স্বাধীনতার ৫০ বছরে দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে ব্যবসায়ী সম্প্রদায়ের অবদান অনন্য। ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে অবশ্যই মুনাফা অর্জন করবেন, তবে অতিমুনাফার কারণে তা যাতে সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই অসৎ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে এফবিসিসিআইর সচেতন ভূমিকা প্রত্যাশিত।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
অসৎ ব্যবসায়ীদের রুখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর