ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি পিঁয়াজের দাম বাড়ার পেছনে গুটিকয় ব্যবসায়ীর কারসাজি জড়িত ছিল বলে মন্তব্য করেছেন। ব্যবসায়ী নেতারা যে কোনো বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কথা বলেন এটা অনেকটা ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাতারাতি পিঁয়াজের দাম বাড়িয়ে যারা লাখ লাখ মানুষের পকেট কাটার দুবর্ৃৃত্তপনায় জড়িত তাদের বিরুদ্ধে মুখ খুলে এফবিসিসিআই সভাপতি সে ধারা থেকে বেরিয়ে এসেছেন প্রশংসনীয়ভাবে। স্বীকার করেছেন মূল্যবৃদ্ধির অপকর্মে জড়িত কিছু অসাধু ব্যক্তির জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রবিবার মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বাজারে অরাজকতা চলছে। এফবিসিসিআই এ সিন্ডিকেট ভাঙবে। ব্যবসায়ীদের জবাবদিহির মধ্যে আনা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পিঁয়াজের দাম কমাতে সরকার আমদানি শুল্ক হ্রাস করেছে। এমন সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম কমেছে। হ্রাসকৃত হারে শুল্ক পরিশোধ করা পিঁয়াজ বাজারে আসার আগে দাম কমে যাওয়া স্বাভাবিক নয়। এ ঘটনাই বলে দেয় পিঁয়াজের বাজারে অস্বাভাবিক কোনো বিষয় রয়েছে। বাজারের এমন সিন্ডিকেট ভাঙতে এফবিসিসিআই কাজ করবে। অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি যখন সাধারণ মানুষের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে তখন অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার অঙ্গীকার আশাজাগানিয়া ঘটনা। আমরা বিশ্বাস করি স্বাধীনতার ৫০ বছরে দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে ব্যবসায়ী সম্প্রদায়ের অবদান অনন্য। ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে অবশ্যই মুনাফা অর্জন করবেন, তবে অতিমুনাফার কারণে তা যাতে সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই অসৎ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে এফবিসিসিআইর সচেতন ভূমিকা প্রত্যাশিত।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
অসৎ ব্যবসায়ীদের রুখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর