প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সব ভাষা সংরক্ষণ এবং গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন। বলেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বিশ্বের বিপন্ন ভাষা এখানে সংরক্ষণ এবং তার ওপর গবেষণা হবে। এই গবেষণার ওপরই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ফলপ্রসূ অবদান রাখতে পারে। এখানে যে কেউ যে কোনো ভাষা শিখতে চাইলে আসতে পারবেন। ভাষার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। বিশ্বের অনেক দেশের অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। এটা ঠিক যে ইংরেজি ভাষাটা এখন আন্তর্জাতিক পর্যায়ে এমনভাবে প্রতিষ্ঠিত যে শিক্ষাদীক্ষাসহ সবকিছুতে সে ভাষা পরস্পরের মধ্যে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু একই সঙ্গে নিজের ভাষা শিক্ষা একান্ত প্রয়োজন। নিজের ভাষা শিক্ষার পাশাপাশি অন্য যে কোনো একটি বা দুটি ভাষা ছেলেমেয়েরা শিখতে পারে। আর এখন ডিজিটাল যুগে ডিজিটালি শিক্ষার ব্যবস্থা রয়েছে। দুনিয়ায় বাঙালিরাই প্রথম জাতি যারা মাতৃভাষার মর্যাদার জন্য জীবন উৎসর্গ করেছে। মাতৃভাষায় কথা বলার অধিকার সংরক্ষণ করেছে। এ প্রেক্ষাপটে শুধু বাংলা নয়, ২১ ফেব্রুয়ারি দুনিয়ার সব মানুষের মাতৃভাষায় কথা বলার অধিকার সংরক্ষণের দিন হিসেবে বিবেচিত হচ্ছে। দুনিয়া থেকে কোনো ভাষা যাতে লুপ্ত না হয় তা নিশ্চিত করতে মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ায় তা বাংলা ভাষা ও বাঙালির মর্যাদাকে সমুন্নত করেছে। আমরা আশা করব বিপন্ন ভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করবে। এ কাজের মাধ্যমে তারা বিশ্ব সম্প্রদায়ের আস্থা অর্জনে সক্ষম হবে। বিভিন্ন ভাষায় মানুষের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ সৃষ্টিতে অবদান রাখবে। একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোরও সেটি সর্বোচ্চ উপায়।
শিরোনাম
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
বিপন্ন ভাষা সংরক্ষণ
মানব জাতির প্রতি আমাদের দায়
প্রিন্ট ভার্সন
