প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সব ভাষা সংরক্ষণ এবং গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন। বলেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বিশ্বের বিপন্ন ভাষা এখানে সংরক্ষণ এবং তার ওপর গবেষণা হবে। এই গবেষণার ওপরই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ফলপ্রসূ অবদান রাখতে পারে। এখানে যে কেউ যে কোনো ভাষা শিখতে চাইলে আসতে পারবেন। ভাষার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। বিশ্বের অনেক দেশের অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। এটা ঠিক যে ইংরেজি ভাষাটা এখন আন্তর্জাতিক পর্যায়ে এমনভাবে প্রতিষ্ঠিত যে শিক্ষাদীক্ষাসহ সবকিছুতে সে ভাষা পরস্পরের মধ্যে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু একই সঙ্গে নিজের ভাষা শিক্ষা একান্ত প্রয়োজন। নিজের ভাষা শিক্ষার পাশাপাশি অন্য যে কোনো একটি বা দুটি ভাষা ছেলেমেয়েরা শিখতে পারে। আর এখন ডিজিটাল যুগে ডিজিটালি শিক্ষার ব্যবস্থা রয়েছে। দুনিয়ায় বাঙালিরাই প্রথম জাতি যারা মাতৃভাষার মর্যাদার জন্য জীবন উৎসর্গ করেছে। মাতৃভাষায় কথা বলার অধিকার সংরক্ষণ করেছে। এ প্রেক্ষাপটে শুধু বাংলা নয়, ২১ ফেব্রুয়ারি দুনিয়ার সব মানুষের মাতৃভাষায় কথা বলার অধিকার সংরক্ষণের দিন হিসেবে বিবেচিত হচ্ছে। দুনিয়া থেকে কোনো ভাষা যাতে লুপ্ত না হয় তা নিশ্চিত করতে মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ায় তা বাংলা ভাষা ও বাঙালির মর্যাদাকে সমুন্নত করেছে। আমরা আশা করব বিপন্ন ভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করবে। এ কাজের মাধ্যমে তারা বিশ্ব সম্প্রদায়ের আস্থা অর্জনে সক্ষম হবে। বিভিন্ন ভাষায় মানুষের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ সৃষ্টিতে অবদান রাখবে। একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোরও সেটি সর্বোচ্চ উপায়।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
বিপন্ন ভাষা সংরক্ষণ
মানব জাতির প্রতি আমাদের দায়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর