প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সব ভাষা সংরক্ষণ এবং গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন। বলেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বিশ্বের বিপন্ন ভাষা এখানে সংরক্ষণ এবং তার ওপর গবেষণা হবে। এই গবেষণার ওপরই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ফলপ্রসূ অবদান রাখতে পারে। এখানে যে কেউ যে কোনো ভাষা শিখতে চাইলে আসতে পারবেন। ভাষার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। বিশ্বের অনেক দেশের অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। এটা ঠিক যে ইংরেজি ভাষাটা এখন আন্তর্জাতিক পর্যায়ে এমনভাবে প্রতিষ্ঠিত যে শিক্ষাদীক্ষাসহ সবকিছুতে সে ভাষা পরস্পরের মধ্যে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু একই সঙ্গে নিজের ভাষা শিক্ষা একান্ত প্রয়োজন। নিজের ভাষা শিক্ষার পাশাপাশি অন্য যে কোনো একটি বা দুটি ভাষা ছেলেমেয়েরা শিখতে পারে। আর এখন ডিজিটাল যুগে ডিজিটালি শিক্ষার ব্যবস্থা রয়েছে। দুনিয়ায় বাঙালিরাই প্রথম জাতি যারা মাতৃভাষার মর্যাদার জন্য জীবন উৎসর্গ করেছে। মাতৃভাষায় কথা বলার অধিকার সংরক্ষণ করেছে। এ প্রেক্ষাপটে শুধু বাংলা নয়, ২১ ফেব্রুয়ারি দুনিয়ার সব মানুষের মাতৃভাষায় কথা বলার অধিকার সংরক্ষণের দিন হিসেবে বিবেচিত হচ্ছে। দুনিয়া থেকে কোনো ভাষা যাতে লুপ্ত না হয় তা নিশ্চিত করতে মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ায় তা বাংলা ভাষা ও বাঙালির মর্যাদাকে সমুন্নত করেছে। আমরা আশা করব বিপন্ন ভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করবে। এ কাজের মাধ্যমে তারা বিশ্ব সম্প্রদায়ের আস্থা অর্জনে সক্ষম হবে। বিভিন্ন ভাষায় মানুষের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ সৃষ্টিতে অবদান রাখবে। একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোরও সেটি সর্বোচ্চ উপায়।
শিরোনাম
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
বিপন্ন ভাষা সংরক্ষণ
মানব জাতির প্রতি আমাদের দায়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর