উন্নত জীবনের আশায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পাড়ি জমানোর স্বপ্ন দেখে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর লাখ লাখ তরুণ। এ ব্যাপারে বাংলাদেশের তরুণরাও এগিয়ে। ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। আদমব্যাপারী নামের মানববেশী দানবরা এসব স্বপ্নচারী তরুণকে প্রলুব্ধ করে ঝুঁকিপূর্ণ পথে উন্নত বিশ্বে পাড়ি জমাতে। এদের একটা অংশ নৌকায় সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে গিয়ে প্রাণ হারায়। অন্য অংশ প্রাণ হারায় মরুভূমি পাড়ি দিতে গিয়ে। ইউরোপে অভিবাসী হতে গিয়ে আদমব্যাপারী নামের দানবদের হাতে জিম্মি হয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটছে অহরহ। এমনই একজন ফরিদপুরের এক হতভাগ্য যুবক নূর আলম। উন্নত জীবনের আশায় নূর আলমের স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি জমানোর। তার সেই স্বপ্ন পূরণে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য বছরখানেক আগে একটি দালাল চক্রের সঙ্গে ৮ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। কিন্তু টাকা নিয়ে দালালরা ইতালির বদলে তাকে লিবিয়ায় নিয়ে একটি বাসায় আটকিয়ে রেখে নির্যাতন চালিয়ে দেশে থাকা তার পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২২ লাখ টাকা হাতিয়ে নেয়। মোটা অঙ্কের টাকা দিয়েও নূরের জীবন রক্ষা করতে পারেনি তার পরিবার। পরিবারের অভিযোগ, ১২ ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে লিবিয়ার একটি মর্গে পড়ে আছে তার নিথর দেহ। লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার মরিয়া হয়ে তদবির করেও কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এমন অবস্থায় লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তার অসহায় পরিবার। নূর আলম ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের আবদুুল হালিম মোল্লার ছেলে। পাশের গ্রামের মফিজ মোল্লা ও তার সহযোগীদের পাল্লায় পড়ে নূর আলমের বাবা-মা শুধু পুত্রকে হারাননি, অর্থনৈতিকভাবেও সর্বস্বান্ত হয়ে পড়েছেন। দেশে মানব পাচারের সঙ্গে কারা জড়িত এটি প্রশাসনের অজানা নয়। উৎকোচের কাছে নিজেদের বিবেককে জিম্মি না করে তারা অপরাধীদের বিরুদ্ধে সক্রিয় হবেন আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন