উন্নত জীবনের আশায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পাড়ি জমানোর স্বপ্ন দেখে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর লাখ লাখ তরুণ। এ ব্যাপারে বাংলাদেশের তরুণরাও এগিয়ে। ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। আদমব্যাপারী নামের মানববেশী দানবরা এসব স্বপ্নচারী তরুণকে প্রলুব্ধ করে ঝুঁকিপূর্ণ পথে উন্নত বিশ্বে পাড়ি জমাতে। এদের একটা অংশ নৌকায় সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে গিয়ে প্রাণ হারায়। অন্য অংশ প্রাণ হারায় মরুভূমি পাড়ি দিতে গিয়ে। ইউরোপে অভিবাসী হতে গিয়ে আদমব্যাপারী নামের দানবদের হাতে জিম্মি হয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটছে অহরহ। এমনই একজন ফরিদপুরের এক হতভাগ্য যুবক নূর আলম। উন্নত জীবনের আশায় নূর আলমের স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি জমানোর। তার সেই স্বপ্ন পূরণে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য বছরখানেক আগে একটি দালাল চক্রের সঙ্গে ৮ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। কিন্তু টাকা নিয়ে দালালরা ইতালির বদলে তাকে লিবিয়ায় নিয়ে একটি বাসায় আটকিয়ে রেখে নির্যাতন চালিয়ে দেশে থাকা তার পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২২ লাখ টাকা হাতিয়ে নেয়। মোটা অঙ্কের টাকা দিয়েও নূরের জীবন রক্ষা করতে পারেনি তার পরিবার। পরিবারের অভিযোগ, ১২ ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে লিবিয়ার একটি মর্গে পড়ে আছে তার নিথর দেহ। লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার মরিয়া হয়ে তদবির করেও কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এমন অবস্থায় লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তার অসহায় পরিবার। নূর আলম ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের আবদুুল হালিম মোল্লার ছেলে। পাশের গ্রামের মফিজ মোল্লা ও তার সহযোগীদের পাল্লায় পড়ে নূর আলমের বাবা-মা শুধু পুত্রকে হারাননি, অর্থনৈতিকভাবেও সর্বস্বান্ত হয়ে পড়েছেন। দেশে মানব পাচারের সঙ্গে কারা জড়িত এটি প্রশাসনের অজানা নয়। উৎকোচের কাছে নিজেদের বিবেককে জিম্মি না করে তারা অপরাধীদের বিরুদ্ধে সক্রিয় হবেন আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
মানব পাচার
অপরাধীদের পাকড়াও করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর