উন্নত জীবনের আশায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পাড়ি জমানোর স্বপ্ন দেখে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর লাখ লাখ তরুণ। এ ব্যাপারে বাংলাদেশের তরুণরাও এগিয়ে। ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। আদমব্যাপারী নামের মানববেশী দানবরা এসব স্বপ্নচারী তরুণকে প্রলুব্ধ করে ঝুঁকিপূর্ণ পথে উন্নত বিশ্বে পাড়ি জমাতে। এদের একটা অংশ নৌকায় সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে গিয়ে প্রাণ হারায়। অন্য অংশ প্রাণ হারায় মরুভূমি পাড়ি দিতে গিয়ে। ইউরোপে অভিবাসী হতে গিয়ে আদমব্যাপারী নামের দানবদের হাতে জিম্মি হয়ে প্রাণ হারানোর ঘটনাও ঘটছে অহরহ। এমনই একজন ফরিদপুরের এক হতভাগ্য যুবক নূর আলম। উন্নত জীবনের আশায় নূর আলমের স্বপ্ন ছিল ইউরোপে পাড়ি জমানোর। তার সেই স্বপ্ন পূরণে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য বছরখানেক আগে একটি দালাল চক্রের সঙ্গে ৮ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। কিন্তু টাকা নিয়ে দালালরা ইতালির বদলে তাকে লিবিয়ায় নিয়ে একটি বাসায় আটকিয়ে রেখে নির্যাতন চালিয়ে দেশে থাকা তার পরিবারের কাছ থেকে কয়েক দফায় ২২ লাখ টাকা হাতিয়ে নেয়। মোটা অঙ্কের টাকা দিয়েও নূরের জীবন রক্ষা করতে পারেনি তার পরিবার। পরিবারের অভিযোগ, ১২ ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে লিবিয়ার একটি মর্গে পড়ে আছে তার নিথর দেহ। লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার মরিয়া হয়ে তদবির করেও কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এমন অবস্থায় লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তার অসহায় পরিবার। নূর আলম ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের আবদুুল হালিম মোল্লার ছেলে। পাশের গ্রামের মফিজ মোল্লা ও তার সহযোগীদের পাল্লায় পড়ে নূর আলমের বাবা-মা শুধু পুত্রকে হারাননি, অর্থনৈতিকভাবেও সর্বস্বান্ত হয়ে পড়েছেন। দেশে মানব পাচারের সঙ্গে কারা জড়িত এটি প্রশাসনের অজানা নয়। উৎকোচের কাছে নিজেদের বিবেককে জিম্মি না করে তারা অপরাধীদের বিরুদ্ধে সক্রিয় হবেন আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মানব পাচার
অপরাধীদের পাকড়াও করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর