বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে সিরিজ জয় করেছে টাইগাররা। তিন ম্যাচের একটি হাতে রেখেই এ অসামান্য কৃতিত্ব অর্জন করেছে সাকিব বাহিনী। এ জয়ের ফলে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে নতুন চেহারায়। বাংলাদেশকে ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ও টি-২০-তে অপেক্ষাকৃত দুর্বল বলে ভাবা হয়। ওয়ানডেতে যে কোনো দলকে হারানোর সক্ষমতা অর্জন করলেও টি-২০-তে বাংলাদেশের অবস্থান প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে এ ক্ষেত্রে টাইগারদের সক্ষমতা যে বেড়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জয় তারই দৃষ্টান্ত। বন্দরনগরী চট্টগ্রামে প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। রবিবার দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো ফরম্যাটে এটি প্রথম সিরিজ জয়। বল হাতে মেহেদী হাসান মিরাজের ম্যাজিক এবং ব্যাট হাতে শান্ত ছন্দে টাইগাররা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। মাত্র ১২ রানে ৪ উইকেট এবং ব্যাট হাতে ১৬ বলে ২০ রান করে ম্যাচসেরা হন মিরাজ। আর ৪৭ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস খেলে সমর্থকদের হৃদয় জয় করেছেন শান্ত। রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি ইংলিশরা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি এখন হয়ে গেল কেবলই আনুষ্ঠানিকতার। দ্বিতীয় টি-২০-তে ইংল্যান্ড দল শুরু করেছিল বেশ দাপটের সঙ্গে। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলতে সক্ষম হয় তারা। তবে এরপর নিজেদের আরও আগ্রাসী রূপ দেখাতে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। ৭ রানে ৩ উইকেট পড়ে গেলে ব্যাকফুটে চলে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র ১১৭ রানে সাজঘরে ফেরে ইংলিশ বাহিনী। যার মোকাবিলায় বাংলাদেশকে পুরো ম্যাচে কখনো সংশয়ে পড়তে হয়নি। সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সিরিজ জয়
টাইগারদের অভিনন্দন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর