বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে সিরিজ জয় করেছে টাইগাররা। তিন ম্যাচের একটি হাতে রেখেই এ অসামান্য কৃতিত্ব অর্জন করেছে সাকিব বাহিনী। এ জয়ের ফলে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে নতুন চেহারায়। বাংলাদেশকে ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ও টি-২০-তে অপেক্ষাকৃত দুর্বল বলে ভাবা হয়। ওয়ানডেতে যে কোনো দলকে হারানোর সক্ষমতা অর্জন করলেও টি-২০-তে বাংলাদেশের অবস্থান প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে এ ক্ষেত্রে টাইগারদের সক্ষমতা যে বেড়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জয় তারই দৃষ্টান্ত। বন্দরনগরী চট্টগ্রামে প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। রবিবার দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো ফরম্যাটে এটি প্রথম সিরিজ জয়। বল হাতে মেহেদী হাসান মিরাজের ম্যাজিক এবং ব্যাট হাতে শান্ত ছন্দে টাইগাররা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। মাত্র ১২ রানে ৪ উইকেট এবং ব্যাট হাতে ১৬ বলে ২০ রান করে ম্যাচসেরা হন মিরাজ। আর ৪৭ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস খেলে সমর্থকদের হৃদয় জয় করেছেন শান্ত। রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি ইংলিশরা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি এখন হয়ে গেল কেবলই আনুষ্ঠানিকতার। দ্বিতীয় টি-২০-তে ইংল্যান্ড দল শুরু করেছিল বেশ দাপটের সঙ্গে। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলতে সক্ষম হয় তারা। তবে এরপর নিজেদের আরও আগ্রাসী রূপ দেখাতে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। ৭ রানে ৩ উইকেট পড়ে গেলে ব্যাকফুটে চলে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র ১১৭ রানে সাজঘরে ফেরে ইংলিশ বাহিনী। যার মোকাবিলায় বাংলাদেশকে পুরো ম্যাচে কখনো সংশয়ে পড়তে হয়নি। সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত