বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে সিরিজ জয় করেছে টাইগাররা। তিন ম্যাচের একটি হাতে রেখেই এ অসামান্য কৃতিত্ব অর্জন করেছে সাকিব বাহিনী। এ জয়ের ফলে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে নতুন চেহারায়। বাংলাদেশকে ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ও টি-২০-তে অপেক্ষাকৃত দুর্বল বলে ভাবা হয়। ওয়ানডেতে যে কোনো দলকে হারানোর সক্ষমতা অর্জন করলেও টি-২০-তে বাংলাদেশের অবস্থান প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ। তবে সাম্প্রতিক সময়ে এ ক্ষেত্রে টাইগারদের সক্ষমতা যে বেড়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জয় তারই দৃষ্টান্ত। বন্দরনগরী চট্টগ্রামে প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। রবিবার দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো ফরম্যাটে এটি প্রথম সিরিজ জয়। বল হাতে মেহেদী হাসান মিরাজের ম্যাজিক এবং ব্যাট হাতে শান্ত ছন্দে টাইগাররা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। মাত্র ১২ রানে ৪ উইকেট এবং ব্যাট হাতে ১৬ বলে ২০ রান করে ম্যাচসেরা হন মিরাজ। আর ৪৭ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস খেলে সমর্থকদের হৃদয় জয় করেছেন শান্ত। রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি ইংলিশরা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি এখন হয়ে গেল কেবলই আনুষ্ঠানিকতার। দ্বিতীয় টি-২০-তে ইংল্যান্ড দল শুরু করেছিল বেশ দাপটের সঙ্গে। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলতে সক্ষম হয় তারা। তবে এরপর নিজেদের আরও আগ্রাসী রূপ দেখাতে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। ৭ রানে ৩ উইকেট পড়ে গেলে ব্যাকফুটে চলে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র ১১৭ রানে সাজঘরে ফেরে ইংলিশ বাহিনী। যার মোকাবিলায় বাংলাদেশকে পুরো ম্যাচে কখনো সংশয়ে পড়তে হয়নি। সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
সিরিজ জয়
টাইগারদের অভিনন্দন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর