উচ্চ রক্তচাপ এখন ঘাতক ব্যাধিতে পরিণত হয়েছে। অনুমিত হিসেবে দেশের ৩ কোটিরও বেশি মানুষ এ রোগে ভুগছেন। সোজা কথায় প্রতি পাঁচজনের একজন উচ্চ রক্তচাপের শিকার। যেহেতু এ বিষয়ে কোনো সঠিক পরিসংখ্যান নেই, সেহেতু বাস্তবে যদি রোগীর সংখ্যা অনুমিত হিসাবের অর্ধেকও হয় তারপরও সেটি উদ্বিগ্ন হওয়ার মতো। বিপুলসংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগলেও আক্রান্তদের ৫৯ শতাংশই জানেন না যে তারা এ ঘাতক রোগের শিকার। যারা জানেন তাদেরও অনেকেই চিকিৎসা নেন না। চিকিৎসা নিচ্ছেন এমন মানুষের ৭৫ শতাংশ নিয়মিত ওষুধ সেবন করেন না। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ অনুযায়ী দেশে ১৮ বছরের বেশি বয়সী ২৭ দশমিক ৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপ পুরুষের চেয়ে নারীর বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে ১৮ বছরের বেশি জনসংখ্যা ১১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার। সে হিসাবে ৩ কোটির বেশি মানুষ এই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। পরিসংখ্যান অনুযায়ী অনেকে রোগ আছে জেনেও চিকিৎসা নেন না। আবার চিকিৎসা নিয়েও অনেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন না। ওষুধের দাম, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ওষুধ না পাওয়ার কারণে হয়তো কেউ কেউ মাঝপথে চিকিৎসা বন্ধ করেন। আবার এমনও হতে পারে যে অনেকে জানেন না ওষুধ দীর্ঘকাল খেয়ে যেতে হবে। দেশে কিডনি রোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের প্রকোপ বৃদ্ধি বলে মনে করা হয়। সোজা কথায় উচ্চ রক্তচাপ এমন এক রোগ যা আরও অনেক রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে কিডনি বিকল হয়ে গেলে চিকিৎসা চালানো বিত্তবানদের জন্যও কঠিন হয়ে দেখা দেয়। স্বল্প আয়ের লোকেরা কী অসহায় অবস্থায় পড়ে সহজেই অনুমেয়। উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি দেশের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ হুমকি মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। খাদ্য তালিকায় চর্বিযুক্ত মাংসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। হাঁটাচলা এবং শারীরিক পরিশ্রম বাড়াতে হবে।
শিরোনাম
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে ভ্যাম্পায়ার দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
উচ্চ রক্তচাপ রোগ
জনসচেতনতার বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর