ঘাতক বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবিতে শনিবার রাত পর্যন্ত ৮টি লাশ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বাল্কহেড দেশের নৌপথে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে। কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিক দলের একটি ট্রলার ডুবে যায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টার উদ্ধার অভিযানে ট্রলারযাত্রীদের মধ্যে আটজনের লাশ উদ্ধার হয়েছে। ট্রলারে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন- তাদের মধ্যে অনেকে সাঁতরে রক্ষা পেয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন শিশুও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান থেকে ট্রলারে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সারা দিন ভ্রমণের পর ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ৮টি লাশ উদ্ধার করা হয়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা থেকে পাঁচজনের ডুবুরি দলও রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং মুন্সীগঞ্জসংলগ্ন পদ্মা ও পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একের পর এক নৌযান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নৌযান ডুবে প্রাণহানির ঘটনাও ঘটছে। সর্বশেষ গত ১৬ জুলাই রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় বিআইডব্লিউটিএর একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে যায় এবং তিনজন প্রাণ হারান। নৌ-দুর্ঘটনা রোধে বাল্কহেডের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে উঠেছে। কেন বাল্কহেডের সঙ্গে একের পর এক নৌযানের দুর্ঘটনা ঘটছে এ বিষয়টি তদন্তের মাধ্যমে উদঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
- হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য বাসযোগ্য’
- কুষ্টিয়ায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
- চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি ক্রেতাদের
- মাদারগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- শেরপুরে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টঙ্গীবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ইসলামাবাদে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত
- গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি : গোলাম পরওয়ার
- নেত্রকোনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- নোবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
- খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- বিডিইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’
প্রকাশ:
০০:০০, সোমবার, ০৭ আগস্ট, ২০২৩