ঘাতক বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবিতে শনিবার রাত পর্যন্ত ৮টি লাশ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বাল্কহেড দেশের নৌপথে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে। কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিক দলের একটি ট্রলার ডুবে যায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টার উদ্ধার অভিযানে ট্রলারযাত্রীদের মধ্যে আটজনের লাশ উদ্ধার হয়েছে। ট্রলারে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন- তাদের মধ্যে অনেকে সাঁতরে রক্ষা পেয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন শিশুও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান থেকে ট্রলারে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সারা দিন ভ্রমণের পর ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ৮টি লাশ উদ্ধার করা হয়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা থেকে পাঁচজনের ডুবুরি দলও রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং মুন্সীগঞ্জসংলগ্ন পদ্মা ও পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একের পর এক নৌযান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নৌযান ডুবে প্রাণহানির ঘটনাও ঘটছে। সর্বশেষ গত ১৬ জুলাই রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় বিআইডব্লিউটিএর একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে যায় এবং তিনজন প্রাণ হারান। নৌ-দুর্ঘটনা রোধে বাল্কহেডের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে উঠেছে। কেন বাল্কহেডের সঙ্গে একের পর এক নৌযানের দুর্ঘটনা ঘটছে এ বিষয়টি তদন্তের মাধ্যমে উদঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
ঘাতক বাল্কহেড
দুর্ঘটনার কারণ উদঘাটন করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর