ঘাতক বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবিতে শনিবার রাত পর্যন্ত ৮টি লাশ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বাল্কহেড দেশের নৌপথে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে। কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিক দলের একটি ট্রলার ডুবে যায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টার উদ্ধার অভিযানে ট্রলারযাত্রীদের মধ্যে আটজনের লাশ উদ্ধার হয়েছে। ট্রলারে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন- তাদের মধ্যে অনেকে সাঁতরে রক্ষা পেয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন শিশুও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান থেকে ট্রলারে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সারা দিন ভ্রমণের পর ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ৮টি লাশ উদ্ধার করা হয়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা থেকে পাঁচজনের ডুবুরি দলও রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং মুন্সীগঞ্জসংলগ্ন পদ্মা ও পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একের পর এক নৌযান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নৌযান ডুবে প্রাণহানির ঘটনাও ঘটছে। সর্বশেষ গত ১৬ জুলাই রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় বিআইডব্লিউটিএর একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে যায় এবং তিনজন প্রাণ হারান। নৌ-দুর্ঘটনা রোধে বাল্কহেডের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে উঠেছে। কেন বাল্কহেডের সঙ্গে একের পর এক নৌযানের দুর্ঘটনা ঘটছে এ বিষয়টি তদন্তের মাধ্যমে উদঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
ঘাতক বাল্কহেড
দুর্ঘটনার কারণ উদঘাটন করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর