ঘাতক বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবিতে শনিবার রাত পর্যন্ত ৮টি লাশ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বাল্কহেড দেশের নৌপথে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে। কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিক দলের একটি ট্রলার ডুবে যায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টার উদ্ধার অভিযানে ট্রলারযাত্রীদের মধ্যে আটজনের লাশ উদ্ধার হয়েছে। ট্রলারে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন- তাদের মধ্যে অনেকে সাঁতরে রক্ষা পেয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন শিশুও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান থেকে ট্রলারে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সারা দিন ভ্রমণের পর ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ৮টি লাশ উদ্ধার করা হয়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা থেকে পাঁচজনের ডুবুরি দলও রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং মুন্সীগঞ্জসংলগ্ন পদ্মা ও পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একের পর এক নৌযান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নৌযান ডুবে প্রাণহানির ঘটনাও ঘটছে। সর্বশেষ গত ১৬ জুলাই রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় বিআইডব্লিউটিএর একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে যায় এবং তিনজন প্রাণ হারান। নৌ-দুর্ঘটনা রোধে বাল্কহেডের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে উঠেছে। কেন বাল্কহেডের সঙ্গে একের পর এক নৌযানের দুর্ঘটনা ঘটছে এ বিষয়টি তদন্তের মাধ্যমে উদঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার