ঘাতক বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবিতে শনিবার রাত পর্যন্ত ৮টি লাশ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বাল্কহেড দেশের নৌপথে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে চলছে। কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিক দলের একটি ট্রলার ডুবে যায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টার উদ্ধার অভিযানে ট্রলারযাত্রীদের মধ্যে আটজনের লাশ উদ্ধার হয়েছে। ট্রলারে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন- তাদের মধ্যে অনেকে সাঁতরে রক্ষা পেয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন শিশুও রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান থেকে ট্রলারে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সারা দিন ভ্রমণের পর ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ৮টি লাশ উদ্ধার করা হয়। অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা থেকে পাঁচজনের ডুবুরি দলও রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং মুন্সীগঞ্জসংলগ্ন পদ্মা ও পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একের পর এক নৌযান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নৌযান ডুবে প্রাণহানির ঘটনাও ঘটছে। সর্বশেষ গত ১৬ জুলাই রাজধানীর সদরঘাটসংলগ্ন বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় বিআইডব্লিউটিএর একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে যায় এবং তিনজন প্রাণ হারান। নৌ-দুর্ঘটনা রোধে বাল্কহেডের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে উঠেছে। কেন বাল্কহেডের সঙ্গে একের পর এক নৌযানের দুর্ঘটনা ঘটছে এ বিষয়টি তদন্তের মাধ্যমে উদঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
ঘাতক বাল্কহেড
দুর্ঘটনার কারণ উদঘাটন করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর