যুদ্ধ ও হানাহানি মানবজাতির অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। প্রতিটি যুদ্ধ বিপুলসংখ্যক হতাহতই শুধু নয়, শত্রুতার যে বিষবৃক্ষ রোপণ করছে তার কুফল অনুভূত হয় বছরের পর বছর ধরে। প্রথম মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল অকারণ সন্দেহকে সম্বল করে। বসনিয়ায় এক সার্বের গুলিতে নিহত হয়েছিলেন অস্ট্রিয়ান যুবরাজ। এ জন্য সার্বিয়াকে দায়ী করা এবং সে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম মহাযুদ্ধ শুরু হয়। কোটি কোটি মানুষ সে সংঘাতে জড়িয়ে পড়ে। এ যুদ্ধ উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটায়। ইসরায়েল প্রতিষ্ঠার বীজ রোপিত হয় ফিলিস্তিনসহ আরব ভূখণ্ড তুরস্কের উসমানীয় খেলাফতের হাত থেকে ব্রিটিশদের হাতে চলে যাওয়ায়। জার্মানির মানুষ ওই যুদ্ধে তাদের পরাজয়ের জন্য দায়ী করত ইহুদিদের এবং এ কারণে দ্বিতীয় মহাযুদ্ধের শুরু হয়। যে যুদ্ধে ৬০ লাখ ইহুদি প্রাণ হারায়। আজকের ফিলিস্তিন সংকটের নেপথ্যে রয়েছে ওই ঘটনা। যুদ্ধ ও হানাহানি থেকে মানবজাতিকে রক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানবজাতি ও মানবতা রক্ষায় সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে বিশ্বের দৃঢ়ভাবে না বলতে হবে। প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘জি২০ লিডারস সামিট ২০২৩’-এ বক্তৃতাকালে উল্লেখ করেন, যুদ্ধজনিত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং হচ্ছে। দেড় মাসেরও বেশি সময় ধরে আমরা ফিলিস্তিনে ৫ হাজারের বেশি নিরপরাধ-নিষ্পাপ শিশুসহ হাজার হাজার নারী-পুরুষকে নির্মম হত্যা ও মর্মান্তিকভাবে গণহত্যা করতে দেখছি। এসব জঘন্য হত্যাযজ্ঞ গোটা বিশ্বকে হতবাক করেছে এবং বিশ্বব্যাপী দুর্দশাকে আরও তীব্র এবং অর্থনৈতিক অগ্রগতিকে মন্থর করেছে। জি২০ লিডারস সামিটে প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্বশান্তির জন্য তাৎপর্যের দাবিদার। শান্তি চাইলে অবশ্যই সংঘাতের অকাম্য পথ থেকে মানবজাতিকে সরে আসতে হবে।
শিরোনাম
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের