যুদ্ধ ও হানাহানি মানবজাতির অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। প্রতিটি যুদ্ধ বিপুলসংখ্যক হতাহতই শুধু নয়, শত্রুতার যে বিষবৃক্ষ রোপণ করছে তার কুফল অনুভূত হয় বছরের পর বছর ধরে। প্রথম মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল অকারণ সন্দেহকে সম্বল করে। বসনিয়ায় এক সার্বের গুলিতে নিহত হয়েছিলেন অস্ট্রিয়ান যুবরাজ। এ জন্য সার্বিয়াকে দায়ী করা এবং সে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম মহাযুদ্ধ শুরু হয়। কোটি কোটি মানুষ সে সংঘাতে জড়িয়ে পড়ে। এ যুদ্ধ উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটায়। ইসরায়েল প্রতিষ্ঠার বীজ রোপিত হয় ফিলিস্তিনসহ আরব ভূখণ্ড তুরস্কের উসমানীয় খেলাফতের হাত থেকে ব্রিটিশদের হাতে চলে যাওয়ায়। জার্মানির মানুষ ওই যুদ্ধে তাদের পরাজয়ের জন্য দায়ী করত ইহুদিদের এবং এ কারণে দ্বিতীয় মহাযুদ্ধের শুরু হয়। যে যুদ্ধে ৬০ লাখ ইহুদি প্রাণ হারায়। আজকের ফিলিস্তিন সংকটের নেপথ্যে রয়েছে ওই ঘটনা। যুদ্ধ ও হানাহানি থেকে মানবজাতিকে রক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানবজাতি ও মানবতা রক্ষায় সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে বিশ্বের দৃঢ়ভাবে না বলতে হবে। প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘জি২০ লিডারস সামিট ২০২৩’-এ বক্তৃতাকালে উল্লেখ করেন, যুদ্ধজনিত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং হচ্ছে। দেড় মাসেরও বেশি সময় ধরে আমরা ফিলিস্তিনে ৫ হাজারের বেশি নিরপরাধ-নিষ্পাপ শিশুসহ হাজার হাজার নারী-পুরুষকে নির্মম হত্যা ও মর্মান্তিকভাবে গণহত্যা করতে দেখছি। এসব জঘন্য হত্যাযজ্ঞ গোটা বিশ্বকে হতবাক করেছে এবং বিশ্বব্যাপী দুর্দশাকে আরও তীব্র এবং অর্থনৈতিক অগ্রগতিকে মন্থর করেছে। জি২০ লিডারস সামিটে প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্বশান্তির জন্য তাৎপর্যের দাবিদার। শান্তি চাইলে অবশ্যই সংঘাতের অকাম্য পথ থেকে মানবজাতিকে সরে আসতে হবে।
শিরোনাম
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার