যুদ্ধ ও হানাহানি মানবজাতির অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। প্রতিটি যুদ্ধ বিপুলসংখ্যক হতাহতই শুধু নয়, শত্রুতার যে বিষবৃক্ষ রোপণ করছে তার কুফল অনুভূত হয় বছরের পর বছর ধরে। প্রথম মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল অকারণ সন্দেহকে সম্বল করে। বসনিয়ায় এক সার্বের গুলিতে নিহত হয়েছিলেন অস্ট্রিয়ান যুবরাজ। এ জন্য সার্বিয়াকে দায়ী করা এবং সে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম মহাযুদ্ধ শুরু হয়। কোটি কোটি মানুষ সে সংঘাতে জড়িয়ে পড়ে। এ যুদ্ধ উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটায়। ইসরায়েল প্রতিষ্ঠার বীজ রোপিত হয় ফিলিস্তিনসহ আরব ভূখণ্ড তুরস্কের উসমানীয় খেলাফতের হাত থেকে ব্রিটিশদের হাতে চলে যাওয়ায়। জার্মানির মানুষ ওই যুদ্ধে তাদের পরাজয়ের জন্য দায়ী করত ইহুদিদের এবং এ কারণে দ্বিতীয় মহাযুদ্ধের শুরু হয়। যে যুদ্ধে ৬০ লাখ ইহুদি প্রাণ হারায়। আজকের ফিলিস্তিন সংকটের নেপথ্যে রয়েছে ওই ঘটনা। যুদ্ধ ও হানাহানি থেকে মানবজাতিকে রক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানবজাতি ও মানবতা রক্ষায় সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে বিশ্বের দৃঢ়ভাবে না বলতে হবে। প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘জি২০ লিডারস সামিট ২০২৩’-এ বক্তৃতাকালে উল্লেখ করেন, যুদ্ধজনিত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং হচ্ছে। দেড় মাসেরও বেশি সময় ধরে আমরা ফিলিস্তিনে ৫ হাজারের বেশি নিরপরাধ-নিষ্পাপ শিশুসহ হাজার হাজার নারী-পুরুষকে নির্মম হত্যা ও মর্মান্তিকভাবে গণহত্যা করতে দেখছি। এসব জঘন্য হত্যাযজ্ঞ গোটা বিশ্বকে হতবাক করেছে এবং বিশ্বব্যাপী দুর্দশাকে আরও তীব্র এবং অর্থনৈতিক অগ্রগতিকে মন্থর করেছে। জি২০ লিডারস সামিটে প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্বশান্তির জন্য তাৎপর্যের দাবিদার। শান্তি চাইলে অবশ্যই সংঘাতের অকাম্য পথ থেকে মানবজাতিকে সরে আসতে হবে।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’