বাণিজ্যে বসতে লক্ষ্মী এটি একটি বহুল ব্যবহৃত প্রবচন। বাংলাদেশে রয়েছে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অমিত সম্ভাবনা। কারণ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধের ভূমিকা পালন করছে বাংলাদেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনের অবস্থান বাংলাদেশের সন্নিকটে। অন্যতম অর্থনৈতিক পরাশক্তি ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। ১৭ কোটি মানুষের এ দেশ স্বল্পোন্নত তালিকা থেকে ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে মধ্যম আয়ের দেশে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারও বিশাল। এ দেশের রয়েছে সস্তা জনশক্তি। যেখানে বিনিয়োগ করলে সহজেই লাভের মুখ দেখা সম্ভব। তারপরও বাংলাদেশে বিনিয়োগ খরা চলছে। পশ্চিমা বিনিয়োগ সত্যিকার অর্থে কম। এর পেছনে যেসব কারণ দায়ী তা অনেকটাই স্পষ্ট হয়েছে এক মার্কিন প্রতিবেদনে। তাতে বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসেবে ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছতাকে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর প্রকাশিত ২০২৪ সালের বৈদেশিক বাণিজ্যে বাধাবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ ও দুর্নীতি বাংলাদেশের অনেক পুরনো সমস্যা। দুর্নীতিবিরোধী আইনের প্রয়োগও যথেষ্ট নয়। বাণিজ্যিক সমঝোতাগুলোর ক্ষেত্রে ঘুষ ও চাঁদা দেওয়ার অভিযোগ প্রচুর। রয়েছে অর্থ পাচারের অভিযোগও। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও ঘুষ নেওয়ার অভিযোগ করে আসছে। বাংলাদেশ জাতীয় ইলেকট্রনিক প্রকিউরমেন্ট পোর্টাল চালু করেছে। তবে যুক্তরাষ্ট্রের অংশীদাররা বিভিন্ন দরপত্রে প্রত্যাশিত পণ্যের পুরনো কারিগরি মান নিয়ে উদ্বিগ্ন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগ থেকে লভ্যাংশ বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় অস্বচ্ছতার কথা যুক্তরাষ্ট্র ও অন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীরা তুলে ধরেছে। বাংলাদেশ থেকে রেমিট্যান্স বিদেশে পাঠাতে আইনি জটিলতাও রয়েছে। শ্রম ইস্যুতে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র ২০১৩ সালে জিএসপি পাওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর প্রণীত প্রতিবেদনটিকে নিছক অভিযোগ বলার অবকাশ নেই। ঘুষ-দুর্নীতির ব্যাপ্তি থামাতে অভিযোগগুলো আমলে আনা দরকার।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার