বাণিজ্যে বসতে লক্ষ্মী প্রবচনটির মতো ‘লাভের গুড় পিঁপড়ায় খায়’ প্রবচনটিও অনেকের জানা। বাংলাদেশে গত সাড়ে তিন দশকে যে নজরকাড়া উন্নয়ন সম্ভব হয়েছে তার নেপথ্যে রয়েছে মুক্ত অর্থনীতি তথা সরকারের ব্যবসাবান্ধব নীতি। ক্ষুদ্র আয়তনের এ দেশের জনসংখ্যা ১৮ কোটি ছুঁই ছুঁই করছে। ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের বদৌলতে এ বিশালসংখ্যক লোকের সিংহভাগের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। একসময়ের কৃষিনির্ভর এ দেশ থেকে শিল্পপণ্যও রপ্তানি হচ্ছে বিদেশে। কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাচ্ছে এমন অভিযোগও প্রবল। দেশ থেকে যে পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে, প্রাপ্ত অর্থের একাংশ দেশে ফেরত আনছেন না অসৎ ব্যবসায়ীরা। বিশেষত গার্মেন্ট খাতে এমন অভিযোগ প্রবল। বাণিজ্য প্রতিমন্ত্রী সংসদে বলেছেন, বর্তমানে বিশ্বের ১২০টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে। এর মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৮২টি দেশের সঙ্গে। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ছিল ১৫ হাজার ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার। সার্কভুক্ত দেশের মধ্যে শ্রীলঙ্কা ও নেপাল ছাড়া বাকি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রয়েছে বাণিজ্য ঘাটতি। ২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ৭৪১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি ভারতের সঙ্গে ৭ হাজার ১৬০ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপের সঙ্গেও রয়েছে বাণিজ্য ঘাটতি। তবে শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে ছিল উদ্বৃত্ত। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে তামাক ও মদ জাতীয় ২৫টি পণ্য বাদে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। আমাদের মতে, বাণিজ্য ঘাটতি দূর করতে হলে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিরুৎসাহিত করতে হবে। রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়ানো ও বহুমুখীকরণও জরুরি। পণ্য রপ্তানির নামে অর্থ পাচারের যে কারসাজি চলে তার ইতি ঘটাতে হবে।
শিরোনাম
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি