দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের মহৎ উদ্দেশ্যে। কিন্তু ব্যাঙের ছাতার মতো একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষা নিয়ে ব্যবসা আর উচ্চশিক্ষিত বেকার সৃষ্টি ছাড়া আর কোনো অবদান রাখছে কি না সে সংশয়ই জোরদার হয়ে উঠছে। হাতে গোনা কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া সিংহভাগই মানহীন। শিক্ষা দান নয়, সার্টিফিকেট বিক্রি করাকেই তারা ব্যবসা হিসেবে নিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গত মার্চে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি তথা আচার্য কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য নেই। আর উপ-উপাচার্য নেই ৮৬টি বিশ্ববিদ্যালয়ে। ৩৭ বিশ্ববিদ্যালয়ে নেই কোষাধ্যক্ষ। এমন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত কোষাধ্যক্ষ নিয়োগই দেয়নি। লাগামহীন এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে হার মেনেছে বললেও অত্যুক্তি হবে না। বিশ্ববিদ্যালয়গুলো অনিয়ম করতেই শীর্ষ পদগুলো ফাঁকা রাখছে মাসের পর মাস, বছরের পর বছর। খেয়াল-খুশিমতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেই তারা অনিয়ম লালন করে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী ও একাডেমিক কর্মকর্তা হলেন উপাচার্য। তিনি সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। উপাচার্য না থাকায় আলু-পটোলের দোকানের মতো দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছে যথেচ্ছভাবে। এগুলো দেখভালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নামের প্রতিষ্ঠান থাকলেও তাদের অবস্থা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদারের মতো। বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবসায়ীদের তা জানা থাকায় কমিশনের কোনো নির্দেশকেই তারা পাত্তা দেন না। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে মঞ্জুরি কমিশন কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে গবেষণা করে সময় কাটানোকে দায়িত্ব বলে ভাবছে। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু হতাশাই বৃদ্ধি করছে। এ নৈরাজ্যের অবসান হওয়া দরকার। আর কোনো সময় ক্ষেপণ কাম্য নয়।
শিরোনাম
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
বেসরকারি বিশ্ববিদ্যালয়
নৈরাজ্যের অবসান কাম্য
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর