ইটভাটার জন্য সারা দেশে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার মচ্ছব চলছে। কোনো কোনো ক্ষেত্রে পুকুর ও নিচু জমি ভরাট করার জন্যও টপসয়েল বা মাটির ওপরের অংশ কাটা হচ্ছে। নগদ অর্থের লোভে অনেকে বিক্রি করে দিচ্ছেন ফসলি জমির উর্বর মাটি। দেশে জনসংখ্যার তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ ক্রমান্বয়ে কমছে। স্বাধীনতার পর এ পর্যন্ত চাষযোগ্য জমির পরিমাণ কমেছে প্রায় অর্ধেক। যে জমি আছে তার একাংশের উপরিভাগের মাটি ইটভাটা কিংবা অন্য প্রয়োজনে কেটে নেওয়ায় উর্বরতা হারাচ্ছে জমি। কমছে ফসল উৎপাদন, খাদ্য ঘাটতির আশঙ্কা সৃষ্টির পাশাপাশি বিপন্ন হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। ভরাট করা হচ্ছে পুকুর ও নিচু জায়গা। কৃষিবিদদের মতে, টপসয়েল কেটে নেওয়া জমির উর্বরতা ফিরতে কমপক্ষে ১০-১২ বছর সময় লাগে। কোনোটার উর্বরতা ফেরে না আগের মতো। টপসয়েল বিক্রি বা কাটা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবাধে কাটা হচ্ছে তিন ফসলি ও সরকারি জমির টপসয়েল। এ মাটি যাচ্ছে ইটভাটায়। ভরাট করা হচ্ছে নিচু জায়গা ও পুকুর। দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের মুজাহিদনগর পূর্বদি, আবদুল্লাহপুরের করেরগাঁও, পশ্চিম আড়াকুল ও কোন্ডা ইউনিয়নের মঠবাড়ী এলাকায় মাটি কাটার মচ্ছব চলছে। মাটিবোঝাই গাড়ি চলাচলের কারণে গ্রামীণ সড়কও ধ্বংস হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অর্ধশতাধিক সন্ত্রাসীর পাহারায় শ্রমিকরা ভেকু দিয়ে মাটি কাটে। চার শতাধিক ট্রাক দিয়ে মাটি চুরি করা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর, ফরিদপুর, হবিগঞ্জ, মানিকগঞ্জ, নীলফামারীসহ আরও অনেক এলাকায় চলছে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার আত্মঘাতী প্রবণতা। আইন অনুযায়ী নিষিদ্ধ হলেও তা দেখার যেন কেউ নেই। এ ব্যাপারে প্রশাসনকে যেমন কড়া হতে হবে, তেমন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। জনসচেতনতা গড়ে তুলতে দেশের প্রতিটি এলাকায় ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিতদের উদ্বুদ্ধ করা যেতে পারে।
শিরোনাম
- স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা
- আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না : ফারুকী
- ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা শিখিয়েছে জুলাই : প্রেস সচিব
- ম্যানসিটিকে কাঁদিয়ে শেষ আটে আল হিলাল
- শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
- ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে ১৮ জুলাই
- মাতৃত্বকালীন কার্ডিওমায়োপ্যাথি
- সত্যিই কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল?
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১ জুলাই)
- বিটিভির পর্দায় মাসজুড়ে ‘৩৬ জুলাই
- বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত এখন ৬ষ্ঠ
- বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় চায় বিজিএমইএ
- সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী
- পুলিশের অস্ত্র অপরাধীদের হাতে
- জুনে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা
- ভ্রমণ নিষেধাজ্ঞায় ‘নিস্তেজ’ পর্যটন
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
টপসয়েল সুরক্ষা
জনসচেতনতা গড়ে তুলতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর