নির্বাচন কবে হবে- এমন প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনিশ্চয়তার আশঙ্কায় স্থবির হয়ে পড়ছে ব্যবসাবাণিজ্য। সাংবিধানিকভাবে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকলেও জাতীয় ঐকমত্য ও সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বৈধভাবে দেশ পরিচালনা করছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। যথাশিগগির নির্বাচন অনুষ্ঠানেও বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আগামী নির্বাচন কবে হবে, তা নিয়ে সংশয় থাকায় তা বিদেশি কূটনীতিকদের মধ্যেও প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছেন বিদেশিরা। সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা। বন্ধু দেশগুলোর প্রতিনিধিরা কোন প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে এবং এতে কোনো সহযোগিতা লাগবে কি না, তা নিয়েও কথা বলছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে বিশ্বের প্রভাবশালী প্রায় প্রতিটি রাষ্ট্রের। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ৯ মাসের মাথায় নির্বাচনের টাইমলাইন নিয়ে সংশয় তৈরি হয়েছে দেশের অভ্যন্তরেই। এ কারণেই প্রতিটি আলোচনাতেই কবে নির্বাচন হবে, তা জানতে চাইছেন বিদেশিরা। পররাষ্ট্র উপদেষ্টার বক্রোক্তি যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই সেসব দেশও বাংলাদেশের নির্বাচন কবে হবে, তা জানতে চায়। অথচ সরকার নিজে থেকে বলেছে, যথাশিগগির নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা এ সরকারের অঙ্গীকার। কথায় বলে ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখে ভয়। ওয়ান-ইলেভেনের সরকারের অপতৎপরতা রাজনীতিকদের মধ্যে যে ভয় ঢুকিয়েছে, তা থেকে তারা দেড় যুগ পরও বেরিয়ে আসতে পারছেন না। একই ধরনের আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ী সমাজের মধ্যে। আস্থার সংকট কাটাতে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার কোনো বিকল্প নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় করতে হবে জোরালোভাবে। সাচ্চা গণতন্ত্রের স্বার্থে সব পক্ষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টিও জরুরি। নির্বাচন নিয়ে প্রশ্ন এড়ানোর সেটিই প্রকৃষ্ট উপায়।
শিরোনাম
- কেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন?
- বাংলাদেশের কাছে এমন হারের কারণ জানালেন কিউই অলরাউন্ডার
- স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল?
- আইপিএল প্লে-অফে যেতে কার কী সমীকরণ?
- সৌদি, কুয়েত ও জর্ডানে ভয়াবহ ধূলিঝড়
- ইসলামের দৃষ্টিতে শাম অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নির্বাচন ইস্যু
সংশয় দূর করা জরুরি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর