চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটছে একের পর এক দুর্ঘটনা। বিপজ্জনক বাঁক, অদক্ষ চালক, বেপরোয়া গতি, সরু রাস্তা-সব মিলিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের তথ্যানুযায়ী এই সড়কের চুনতি এলাকার জাঙ্গালিয়া পয়েন্টে গত ছয় মাসে ৬৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৯ জন, আহত হয়েছে অন্তত ৫০। আর গত এক বছরে পুরো সড়কে ১৩০ জনের প্রাণহানি ঘটেছে। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন লাখ লাখ মণ লবণ ও মাছ পরিবহন করা হয় এই সড়ক দিয়ে। ট্রাক থেকে পড়া লবণপানি ও মাছের পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এ কারণে প্রায়ই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বিশেষ করে জাঙ্গালিয়া পয়েন্ট, কেরানিহাট, সাতকানিয়া ও চুনতি এলাকায় বাঁকসংকুল ও সরু রাস্তার কারণে ঝুঁঁকি অনেক বেশি। শুধু গত এপ্রিল মাসেই টানা তিন দিনে তিনটি দুর্ঘটনায় প্রাণ হারায় ১৫ জন, আহত হয় আরও ২৫ জন। এসব ঝুঁকিপূর্ণ বাঁকে দিকচিহ্নসংবলিত সাইনবোর্ড থাকার কথা থাকলেও বেশির ভাগ স্থানেই কোনো চিহ্ন নেই। এ ছাড়া সাতকানিয়ার পর থেকে চুনতি অভয়ারণ্য পর্যন্ত সড়কের দুই পাশে ঘন জঙ্গল থাকায় অনেক স্থানে বাঁক থাকলেও চালকদের চোখে পড়ে না। এলাকার অনেক স্থানে মূল সড়কটি মাত্র ২০-২৪ ফুটের। ফলে দুর্ঘটনা এড়ানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। একের পর এক দুর্ঘটনা ঘটলেও তা নিরসনের কোনো উদ্যোগ নেই। চট্টগ্রাম সড়ক বিভাগের তথ্য মতে, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫৫ কিলোমিটার মহাসড়কের মধ্যে ১০০ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮৩ কিলোমিটারে রয়েছে ৩০টিরও বেশি বিপজ্জনক বাঁক। সাইনবোর্ড ও দিকনির্দেশনার অভাব, জঙ্গলে ঘেরা এলাকা ও সরু রাস্তা দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি নির্মিত হয়েছে অপরিকল্পিতভাবে। বাঁক ও সরু রাস্তার কারণে এটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ সড়ক হয়ে দাঁড়িয়েছে। কেড়ে নিচ্ছে মানুষের জীবন। চালকরা সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য সচেতনতামূলক কর্মসূচির বিকল্প নেই।
শিরোনাম
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
- যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান
- বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
- ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা
- ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র ফেরানোর পথে প্রধান অন্তরায় : ডা. জাহিদ
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মা-বাবা ও ছেলেসহ নিহত ৪
- চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন
- কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- গণঅভ্যুত্থান দিবসে শরীয়তপুরে প্রতীকী ম্যারাথন
- বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা স্পেসএক্স'র ভাইস প্রেসিডেন্টের
- ‘স্বৈরাচার উৎখাতে জুলাই যোদ্ধাদের প্রচেষ্টা ছিল শেষ না হওয়া ম্যারাথনের মতো’
- মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির
- চোরাই পথে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না : ডা. জাহিদ
- গর্ভে থাকা অবস্থায়ই বিক্রির চুক্তি, শিশু পাচারের ভয়ংকর চিত্র
- সব ষড়যন্ত্রকে আমরা রুখে দেব : ফারুক
- চার গোষ্ঠী মিলে গঠন করেছে সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়াম : পিনাকী