গত জুলাই-আগস্টের গণ আন্দোলনে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিকট প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় কূটনৈতিক টানাপোড়েনে নানা চাপান-উতোর চলছেই। অথচ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদীর্ঘকালের এবং তা আকারে-প্রকারে কলেবরে সুবিশাল। একের পর এক বিভিন্ন বাংলাদেশি পণ্যের ওপর ভারত নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশও কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। এতে দুই দেশকেই রপ্তানি হ্রাসের মুখে পড়তে হচ্ছে। এর সঙ্গে জড়িত বিপুলসংখ্যক উদ্যোক্তা, উৎপাদক, পরিবহন এবং বিপণনসংশ্লিষ্ট মানুষকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত ও ভুগতে হচ্ছে। ভারত বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির জন্য ট্রানজিট সুবিধা বাতিল করায় সমস্যা আরও গভীর হয়েছে। সমুদ্রপথে এসব পণ্য রপ্তানিতে দুই-তিন গুণ ব্যয় বহন করতে হবে। সময়ও লাগবে সর্বোচ্চ এক সপ্তাহের জায়গায় অন্তত ১৫ থেকে ৩০ দিন। এতে কিছু কৃষি ও খাদ্যপণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও থাকছে। সার্বিক পরিস্থিতিতে আশঙ্কা তৈরি হয়েছে চোরাচালান বৃদ্ধির। ভারতের সঙ্গে আমাদের চার হাজার কিলোমিটারেরও বেশি সুদীর্ঘ সীমান্ত। সবটা সুরক্ষিত তেমন দাবি করা যুক্তিযুক্ত হবে না। এই সুযোগে চোরাচালান প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে অর্থ উপদেষ্টাকে পাঠানো গোপন প্রতিবেদনে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের মতে, বৈধ পথে রপ্তানির সময় ও খরচ বাড়লে সীমান্ত চোরাচালান ও অবৈধ বাণিজ্য বৃদ্ধি পাবে। এ বিষয়ে অবহিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে টহল ও নজরদারি জোরদার করতে বলা হয়েছে। স্থলসীমান্তপথে আমদানি-রপ্তানি নিষেধাজ্ঞা দুই দেশের বিপুলসংখ্যক মানুষের জীবনে কর্মচ্যুতির দুর্ভোগ-দুর্দশা ডেকে এনেছে। অর্থনৈতিকভাবেও দুই দেশের গায়ে ক্ষতির আঁচ লাগাচ্ছে না-বললে তা অসত্য ভাষণ হবে। এ ক্ষেত্রে চাই চৌকশ কূটনৈতিক পদক্ষেপে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণ। বাংলাদেশে সরকার পরিবর্তনের বছরপূর্তি হবে আগামী ৫ আগস্ট। ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ এখন গলা উচিত বলে মনে করেন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। নইলে বৈধ বাণিজ্যের পথ একসময় রুদ্ধ করে দেবে অবৈধ চোরাচালান।
শিরোনাম
- চীনে পৌঁছেছেন পুতিন
- দিনের তাপমাত্রা বাড়লেও ঢাকায় হতে পারে বৃষ্টি
- একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু
- প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক আজ
- বৈশ্বিক তালিকায় এক ধাপ পেছাল চট্টগ্রাম বন্দর
- মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০
- গাজা সিটি থেকে নিরাপদ গণউচ্ছেদ ‘অসম্ভব’: রেড ক্রস প্রধান
- ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের বিক্ষোভ থেকে গ্রেফতার ৩
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত