শিক্ষা খাতে হযবরল অবস্থা কাটছে না। বিদ্যালয় পর্যায়ে বছর শুরুর জনুয়ারি মাসেই বই উৎসব দিয়ে পাঠদান শুরুর ঢাকঢোল পেটানোর উদ্যোগ রয়েছে। কিন্তু কোনো বছরই সময়মতো সব বই পায় না শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে পেতে কখনো মার্চও পেরিয়ে যায়। পিছিয়ে পড়ছে তারা। উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে এই বিশৃঙ্খলা আরও ঘনীভূত। সময়মতো পাঠক্রম শুরু ও শেষ না হওয়ায় বঞ্চিত-ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। পিছিয়ে যেতে বসেছে শিক্ষাবর্ষই। কয়েক বছর ধরে ফেব্রুয়ারিতে সব সমমানসহ এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হচ্ছিল। চব্বিশে এসএসসি ফেব্রুয়ারিতে হলেও এইচএসসি শুরু হয় দুই মাস পিছিয়ে জুনে। এ বছর এসএসসি এপ্রিলে এবং এইচএসসি গত বছরের মতোই জুনে শুরু হয়। এই দুই বড় পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে ছন্দপতন ঘটায় এলোমেলো হয়ে যাচ্ছে সার্বিক শিক্ষাসূচি। এসএসসির ফল প্রকাশের পর ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দেশিকার তথ্যমতে, এদের ক্লাস শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। অথচ আনুষ্ঠানিকভাবে শিক্ষাবর্ষ শুরু হয়েছে জুলাইয়ে। অর্থাৎ আড়াই মাস পর এরা ক্লাসে বসতে যাচ্ছে, যেখানে প্রথম শিক্ষকদের দেখা পাবে। এরপরও সময় নষ্ট হবে ঘটনা-দুর্ঘটনা, নানা অজুহাতে। ফলে এরা দুই বছরের পাঠক্রম শেষ করতে সময় পাবে সর্বোচ্চ দেড় বছর। স্বভাবতই প্রস্তুতির অনেক ঘাটতি নিয়েই তাদের বসতে হবে পরীক্ষায়। অন্যদিকে বছর দুই আগেও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হতো জুলাই-আগস্টে। এখন তা অন্তত তিন মাস পিছিয়ে গেছে। এ বছর এখনো এইচএসসি পরীক্ষা পুরোপুরি শেষই হয়নি। ফলে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে নভেম্বর নাগাদ। শেষ হতে পেরিয়ে যেতে পারে আগামী বছরের মার্চ-এপ্রিলও। এরা পিছিয়ে পড়বে ন্যূনতম ৯ মাস। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক কারণে সৃষ্ট নানা অচলাবস্থা ও সেশনজট তো রয়েছেই। এর পাল্লা আরও ভারী হতে বসেছে। সব মিলে শিক্ষাজীবনজুড়েই দেশের শিক্ষার্থীরা সময়ের হিসাবে পিছিয়ে থাকছে। কর্মজীবন শুরুতেও এরা পিছিয়ে থাকবে। এ ক্ষতি অপূরণীয়। সুষ্ঠু ব্যবস্থাপনায়, যথাযথ শিক্ষিত জাতি গঠনের স্বার্থে, এ ক্ষেত্রে বর্তমান বেসামাল অবস্থাকে সময়নিষ্ঠ করে তোলা অত্যাবশ্যক। দায়িত্বশীল নীতিনির্ধারকরা তার কার্যকর কর্মপন্থা নির্ধারণ করবেন আশা করি।
শিরোনাম
- দক্ষিণ সুদানে ‘ত্রিভুজ প্রেম’ নিয়ে বন্দুকযুদ্ধে নিহত ১৪
- ১৩শ ইহুদিসহ ইসরায়েলি মন্ত্রীর আল আকসায় প্রবেশের নিন্দা সৌদি আরবের
- হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ
- স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
- এখন গণভোট আয়োজন জাতীয় নির্বাচনকে পেছানোর প্রয়াস: সালাহউদ্দিন আহমদ
- ফার্মগেটে হলিক্রস কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
- জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া
- ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত
- শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- ইসরায়েলি কারাগারে বিনাবিচারে ফিলিস্তিনির মৃত্যু
- লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সাথে বাসস চেয়ারম্যানের মতবিনিময়
- গাজা যুদ্ধবিরতি ইস্যু, বৈঠকে যোগ দিতে মিসরে উইটকফ-কুশনার
- ট্রাম্পের নির্দেশে ইলিনয় পৌঁছেছে ২০০ সৈন্য
- চাকসু নির্বাচনে ইশতেহারে শিবির প্যানেল ৩৩ সংস্কার, ছাত্রদল ৬৯
- আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ
- আরও ৫ মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল
- গুপ্তচরবৃত্তির অভিযোগে বুরকিনা ফাসোতে আট এনজিও কর্মী গ্রেফতার
- পরীক্ষা করা হবে বাস চালক ও শ্রমিকদের চোখ
- সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার সম্পদ জব্দ
- রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?
শিক্ষায় সংকট
উত্তরণে কার্যকর কর্মপন্থা চাই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর