বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির শীর্ষনেতা বলেন, তাঁর দল সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। পাহাড় ও সমতলের সবার অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বৈচিত্র্যের মাঝে ঐক্যের প্রতি বিএনপির অঙ্গীকারের যে কথা তারেক রহমান তুলে ধরেছেন, তা খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ মূলত একটি জাতিরাষ্ট্র। তারপরও এ দেশে অনেকগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে। জাতীয় ঐক্যের স্বার্থেই সব জাতিগোষ্ঠীকে তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত। বাংলাদেশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ফসল। প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করেছে। বিশেষ করে ময়মনসিংহসহ সংলগ্ন জেলাগুলোর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অগ্রণী ভূমিকা ও অসামান্য আত্মত্যাগ অবিস্মরণীয়। তারেক রহমান বক্তব্যে স্পষ্ট করেছেন তাঁর দল বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়। বরং সব জাতিগোষ্ঠীর। বিএনপি ক্ষমতায় গেলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে আরও সহজ করা যায় তা বিবেচনা করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ তাদের নাগরিক সুবিধা সম্পর্কে সচেতন থাকলে কোনো অপশক্তি বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পাবে না। ধর্ম ভাষা দলমত যার যার, দেশ সবার- সবাই বাংলাদেশি এই তত্ত্বে ৩১ দফায় গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশ। ভাষার বহুত্ব, সংস্কৃতির বৈচিত্র্য, প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র্য সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে জাতি, ধর্ম-বর্ণনির্বিশেষে সব জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং জীবনের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। আমাদের বিশ্বাস শুধু বিএনপি নয়, নির্বাচন সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে সব দলেরই একই অঙ্গীকারে আবদ্ধ হওয়া উচিত।
শিরোনাম
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
- আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি
- নবীনগরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সরানো হলো উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
- চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন
- বান্দরবানে অনুষ্ঠিত হলো হিল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
- সাবেক ভূমিমন্ত্রী-অর্থপ্রতিমন্ত্রীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা
- সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার
- মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
- লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- রংপুরে টাইফয়েড টিকা বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত
- বিএনপি নেতার মাগফিরাত কামনায় রংপুরে যুবদলের দোয়া মাহফিল
- যুদ্ধবিরতির পরও ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল
- ঢাকাগামী ফ্লাইট নামছে চট্টগ্রাম ও সিলেটে
- রংপুরে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৈচিত্র্যের মাঝে ঐক্য
সব দলের অঙ্গীকার হয়ে উঠুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর