বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির শীর্ষনেতা বলেন, তাঁর দল সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। পাহাড় ও সমতলের সবার অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বৈচিত্র্যের মাঝে ঐক্যের প্রতি বিএনপির অঙ্গীকারের যে কথা তারেক রহমান তুলে ধরেছেন, তা খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ মূলত একটি জাতিরাষ্ট্র। তারপরও এ দেশে অনেকগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে। জাতীয় ঐক্যের স্বার্থেই সব জাতিগোষ্ঠীকে তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত। বাংলাদেশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ফসল। প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করেছে। বিশেষ করে ময়মনসিংহসহ সংলগ্ন জেলাগুলোর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অগ্রণী ভূমিকা ও অসামান্য আত্মত্যাগ অবিস্মরণীয়। তারেক রহমান বক্তব্যে স্পষ্ট করেছেন তাঁর দল বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়। বরং সব জাতিগোষ্ঠীর। বিএনপি ক্ষমতায় গেলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে আরও সহজ করা যায় তা বিবেচনা করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ তাদের নাগরিক সুবিধা সম্পর্কে সচেতন থাকলে কোনো অপশক্তি বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পাবে না। ধর্ম ভাষা দলমত যার যার, দেশ সবার- সবাই বাংলাদেশি এই তত্ত্বে ৩১ দফায় গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশ। ভাষার বহুত্ব, সংস্কৃতির বৈচিত্র্য, প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র্য সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে জাতি, ধর্ম-বর্ণনির্বিশেষে সব জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং জীবনের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। আমাদের বিশ্বাস শুধু বিএনপি নয়, নির্বাচন সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে সব দলেরই একই অঙ্গীকারে আবদ্ধ হওয়া উচিত।
শিরোনাম
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
বৈচিত্র্যের মাঝে ঐক্য
সব দলের অঙ্গীকার হয়ে উঠুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর