সব ঘটনাকেই দুর্ঘটনার সিল দিয়ে দিলে দোষীদের দায় লঘু বিবেচনার সুযোগ করে দেওয়া হয়। নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি করা হয় অবিচার। দায়ীদের জবাবদিহি ও ক্ষতিপূরণ দানে বাধ্য করা হচ্ছে না বলেই আইনভঙ্গ ও সতর্কতায় গাফিলতির ফাঁকফোকর দিয়ে ঢুকে পড়ছে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, দুর্ঘটনার নামে মৃত্যুদূত। প্রাণহানি ঘটছে অসংখ্য মানুষের। ঘটনার পর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েও গলদঘর্ম হতে হচ্ছে সংশ্লিষ্ট বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আহত-নিহতদের উদ্ধারে। প্রশাসন যদি যথাযথভাবে সব শিল্পকারখানা, গুদাম-ভবন তদারকির দায়িত্বটা পালন করে, দুর্ঘটনার সংখ্যা ও ভয়াবহতা অবশ্যই কমত। দুঃখজনক যে, সেখানে ঘাটতি আছে। এসব প্রসঙ্গের অবতারণা, মঙ্গলবার রাজধানীর মিরপুরে এক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায়। সেখানে অন্তত ১৬ জন পুড়ে অঙ্গার হন, যাদের অনেকেরই মৃতদেহ দেখে চেনার উপায় ছিল না। আহতদের মধ্যে কয়েকজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। রাসায়নিকের গুদামটি ছিল টিনশেড দোতলা। সেখানে বিস্ফোরণ ঘটলে পাশের চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে, যেখানে বেশকটি পোশাক শিল্পকারখানা ছিল। নিহতদের লাশ মূলত ওই ভবনেরই বিভিন্ন তলা থেকে উদ্ধার করা হয়। ভবনটি চার তলা হলেও ছাদে টিনশেড দিয়ে আরও একটা তলা করা হয়। এ ভবন এবং রাসায়নিকের গুদামে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভবন বা গুদাম কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্স ছিল না। ভবনের ওপরের দুই তলায় তালা লাগানো থাকায় আগুনের সময় অনেকেই বের হতে পারেননি। অসহায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গুদামের রাসায়নিক বিস্ফোরণে যে ধোঁয়া ও গ্যাস বেরোয় তা ছিল প্রাণঘাতী পর্যায়ের বিষাক্ত। এর আগে পুরান ঢাকার নিমতলী, চকবাজার, বেইলি রোডের রেস্তোরাঁ, তাজরীন গার্মেন্টের আগুন অনেক তাজা প্রাণ নিভিয়ে দিয়েছে। অসংখ্য পরিবার-পরিজন সারা জীবন স্বজন হারানো শোকের আগুনে পুড়ছেন। কিন্তু তাতে টনক নড়ছে না অবৈধ গুদাম, ভবন, শিল্পকারখানা মালিকদের। না কঠোর প্রতিরোধব্যবস্থা নিচ্ছে প্রশাসন। স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। নিহত হতভাগ্যদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের স্বজনদের প্রতি সহানুভূতি জানিয়ে আহতদের যন্ত্রণা লাঘব ও দ্রুত আরোগ্য কামনা আমাদের। অবৈধ গুদাম ও ভবন মালিকদের বিরুদ্ধে কঠোর দণ্ড ও উপযুক্ত ক্ষতিপূরণের বাধ্যতা আরোপ করা হোক। জবাবদিহি করা হোক তদারকি বিভাগের কর্মচারীদেরও। এতগুলো মানুষের প্রাণহানির দায় তারা কেউই এড়িয়ে যেতে পারেন না।
শিরোনাম
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
গুদাম-গার্মেন্টে আগুন
গাফিলতির দায়-দণ্ড নিতে হবে দোষীদের
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর