গত বছরের জুলাই গণ অভ্যুত্থান দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটায়। জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত ছিল যথা দ্রুত নির্বাচনের আয়োজন করে দেশবাসীর জন্য গণতান্ত্রিক শাসনের সুযোগ সৃষ্টি করা। গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের জন্য তিন থেকে সর্বাধিক ছয় মাসের প্রয়োজন ছিল। অতীতে ১৯৯০ সালের গণ অভ্যুত্থানের পর বিচারপতি সাহাবুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার সংস্কার সম্পন্ন করেই তিন মাস পর নির্বাচন দেয়। বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন নয়, সংস্কার নামের এক সোনার হরিণের খোঁজে ১৪ মাস ধরে পেরেশান করে যে জুলাই সনদ প্রণয়ন করেছে, তাতে আজ রাজনৈতিক দলগুলোর একাংশ স্বাক্ষর দেবে বলে আশা করা হচ্ছে। সনদে আওয়ামী লীগসহ সমমনা দলগুলোর যে সম্মতি নেই তা স্পষ্ট। জুলাই গণ অভ্যুত্থান সমর্থনকারী অনেক দলই জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে বুধবার ঐকমত্য কমিশনের বৈঠক শেষে জানিয়েছে। কয়েকটি দল স্বাক্ষরের ব্যাপারে ধোঁয়াশা রেখে বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে। দুই দিনের ইতালি সফর শেষে বুধবার সকালে ঢাকায় পা রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিকালেই জুলাই সনদের সবশেষ অবস্থা জানতে ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আকস্মিক জরুরি বৈঠক আহ্বান করেন তিনি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোট, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল অংশ নেয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সবাইকে নিয়ে উৎসবমুখরভাবে নির্বাচন করতে চায় সরকার। এমন একটি নির্বাচন সম্পন্ন করা সরকারের দায়িত্ব। প্রধান উপদেষ্টার বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে যে দৃঢ় মনোভাব দেখানো হয়েছে তা প্রশংসার দাবিদার। আমাদের মতে, জুলাই সনদ সম্পর্কে চাওয়া ও পাওয়ার যে সীমাবদ্ধতা রয়েছে তার সমাধানে জনগণের ভোটে নির্বাচিত সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নিলে সেটিই হবে উত্তম।
শিরোনাম
- নেত্রকোনায় প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
- টাঙ্গাইলে পিকআপ ভ্যান-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২
- ধর্ম অবমাননা কাঠামোগত ইসলামবিদ্বেষের ফল
- ভালো নির্বাচনের পথে যত বাধা
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
জাতীয় সনদ
নির্বিঘ্ন হোক নির্বাচনের পথ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর