রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বৃত্তির খবরা খবর

ইউনিভার্সিটি অব আলবার্তায় ডক্টরেট পর্যায়ে পড়াশোনা

শিক্ষা ডেস্ক

বৃত্তির খবরা খবর

কানাডার আলবার্তার এডমন্টনে অবস্থিত ইউনিভার্সিটি অব আলবার্তা তার ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চে সকল বিষয়ে ডক্টরেট পর্যায়ে বৃত্তিতে পড়াশোনার সুযোগ দিচ্ছে। উইন্টার ২০১৭ সেশনের জন্য এ বৃত্তি দেওয়া হচ্ছে। বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীরা এ বৃত্তিতে ফুলটাইম ডক্টরেট প্রোগ্রাম করার সুযোগ পাবে। ইউনিভার্সিটি অব আলবার্তায় পড়াশোনা ও যোগাযোগের প্রধান মাধ্যম মূলত ইংরেজি। তাই বৃত্তি পেতে হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবশ্যই ভালো ইংরেজি দক্ষতা থাকতে হবে। এজন্য তাদের প্রমাণস্বরূপ আইইএলটিএস, টোফেল, পিয়ারসন বা সংশ্লিষ্ট অন্যান্য স্কোর থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর। বিস্তারিত জানতে ভিজিট করুন : http://scholarship-positions.com/university-alberta-doctoral-scholarship-international-students-canada/2016/07/11/

 

জার্মানির হেনরিক বল ফাউন্ডেশন স্কলারশিপ

জার্মানির দ্য হেনরিক বল ফাউন্ডেশন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জন্য অনার্স, মাস্টার্স ও ডক্টরেট পর্যায়ে বৃত্তির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। দেশটির সকল ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স এবং ইউনিভার্সিটি অব আর্টস’এ বিদ্যমান সকল বিষয়ে প্রায় এক হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১ সেপ্টেম্বর। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন

http://scholarship-positions.com/heinrich-boll-foundation-scholarships-international-students-germany-2014/2013/05/10/

ম্যানচেস্টার মেট্রোপলিটান ইউনিভার্সিটির বৃত্তি

যুক্তরাজ্যের ম্যানচেস্টার মেট্রোপলিটান ইউনিভার্সিটি [এমএমইউ] আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভাইস চ্যান্সেলর বৃত্তি ঘোষণা করেছে। এমএমইউতে বিদ্যমান সকল বিষয়ে উক্ত বৃত্তিতে পড়াশোনার সুযোগ রয়েছে। আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের জন্য আইইএলটিএস স্কোর ৬.০ [কোনো মডিউলে স্কোর ৫.৫ এর নিচে হলে চলবে না] এবং পোস্ট-গ্র্যাজুয়েট পর্যায়ে তা ৬.৫ [কোনো মডিউলে স্কোর ৫.৫ এর নিচে থাকা যাবে না] থাকতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৩১ অক্টোবর। প্রোগ্রাম শুরু হবে ২০১৭ সালের জানুয়ারি থেকে। ভিজিট করুন http://scholarship-positions.com/vice-chancellor-scholarships-international-students-uk.

 

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কলারশিপ

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের পক্ষে দ্য ক্যামব্রিজ ট্রাস্ট ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্য পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক বৃত্তি ঘোষণা করেছে। বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি প্রযোজ্য। এ বৃত্তিতে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজে বিদ্যমান সকল গবেষণা কোর্সে পিএইচডি করতে পার েশিক্ষার্থীরা। আবেদনের শেষ তারিখ ২ ডিসেম্বর। আরও বিস্তারিত জানতে ভিজিট করতে cvGib http://scholarship-positions.com/201314-cambridge-international-scholarship-scheme-ciss-in-uk. 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর