শিরোনাম
শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নবম ও দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

মেহেরুন্নেসা খাতুন সিনিয়র শিক্ষিকা

নবম ও দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

সৃজনশীল প্রশ্ন (মান : ৭০)

যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।

 

১. ‘ক’ দ্বীপের আয়তন ৮০ হাজার বর্গকিলোমিটার। এখানে প্রায় এক কোটি লোক বাস করে। এ দ্বীপটি পরিচালনার জন্য একটি সরকার আছে। এ সরকার দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।

ক) ‘সিভিটাস’ শব্দের অর্থ কী?                     ১

খ) সমাজ বলতে কী বোঝ?            ২

গ) উদ্দীপকে ‘ক’ দ্বীপকে কোন ধরনের সংগঠন বলা যায়? ব্যাখ্যা করো।     ৩

ঘ) তুমি কী মনে কর উক্ত সংগঠনের জন্য জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব অপরিহার্য? তোমার উত্তরের সংক্ষেপে যুক্তি দাও।            ৪

২. বাংলাদেশি জিয়াদ ডিভি লটারিতে আমেরিকায় গিয়েছে। সে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের অধিকারী। সে বাংলাদেশি রুমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যায়। আমেরিকায় তাদের একটি কন্যাসন্তান জš§ নেয়, যার নাম রাসা।

ক) প্রায় কত বছর আগে প্রাচীন গ্রিসে নাগরিক ধারণার উদ্ভব হয়?                  ১

খ) নাগরিক বলতে কী বোঝ?        ২

গ) রাসা কোন দেশের নাগরিক? ব্যাখ্যা কর।           ৩

ঘ) ‘জিয়াদ একজন সুনাগরিক’ মূল্যায়ন কর।        ৪

৩. জনাব সুজা একজন ন্যায়পরায়ণ বিচারপতি। তিনি যেসব আইন প্রয়োগ করেন, তার অনেকটা রাষ্ট্রীয় প্রথার ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে। এ ছাড়া তিনি মুসলিম ও হিন্দু আইনগুলোও অনুসরণ করেন। তিনি বিচারকাজে কোনো জটিল সমস্যায় পড়লে অধ্যাপক ডাইসির ‘ল অব দ্য কনস্টিটিউশন, ব্ল্যাকস্টোনের কমেনটরিজ অন দ্য লজ অব ইংল্যান্ড’ গ্রন্থের আশ্রয় নিয়ে থাকেন। এ ছাড়া তিনি পূর্ববর্তী বিচারকের রায় অনুসরণ করেন। তিনি আইনসভা কর্তৃক প্রণীত নতুন আইন সম্পর্কেও সজাগ দৃষ্টি রাখেন।

ক) সাধারণ আইনকে কত ভাগে ভাগ করা যায়?   ১

খ) স্বাধীনতা বলতে কী বোঝ?       ২

গ) জনাব সুজা আইন প্রয়োগের ক্ষেত্রে যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেন সেগুলোকে কী বলা হয়? ব্যাখ্যা কর।   ৩

ঘ) নাগরিক জীবনের শাসন প্রতিষ্ঠায় জনাব সুজার অবদান মূল্যালয়ন কর।               ৪

৪. রিফাত চীন থেকে বাংলাদেশে ফিরে এসে তার বন্ধু মুর্শেদের সঙ্গে আলোচনা করছিল। রিফাত বলল, চীন রাষ্ট্রের শাসনক্ষমতা জনগণের হাতে ন্যস্ত। এ শাসনব্যবস্থা জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত হয়। তবে শাসনব্যবস্থাটি ব্যয়বহুল। যেখানে দলীয় স্বার্থের প্রাধান্য দেওয়া হয় এবং নীতির ঘনঘন পরিবর্তন হয়। মুর্শেদ এসব কথা শুনে বলল, আমাদের দেশের শাসনব্যবস্থার বৈশিষ্ট্যগুলোও এ রকম।

ক) ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়ভাগে ভাগ করা যায়?             ১

খ) পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝ?              ২

গ) রিফাত কোন ধরনের শাসনব্যবস্থার কথা বলছিল? ব্যাখ্যা কর।                 ৩

ঘ) উক্ত শাসনব্যবস্থাটি কি সম্পূর্ণ ত্রুটিমুক্ত শাসনব্যবস্থা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।                ৪

৫. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও।

ক) বাংলাদেশে মোট কতটি প্রশাসনিক উপজেলা আছে?    ১

খ) সচিবালয়ের প্রশাসনিক কাঠামো লেখ।               ২

 

গ) উদ্দীপকে ‘ক’ দ্বারা কোন সংগঠনটিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।    ৩

ঘ) উদ্দীপকের ‘খ’ চিহ্নিত সংগঠনটির প্রশাসনিক প্রধান কে? তাঁর কার্যাবলি মূল্যায়ন কর।                   ৪

৭. বাংলাদেশের জাতীয় নির্বাচনে ‘ক’ এবং ‘খ’ ব্যক্তি একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা নির্বাচনী এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং বিভিন্ন স্থানে মিটিং, মিছিল কর্মসূচি পালন করেন। নির্বাচনে ভোটাররা ‘ক’ ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন।

ক) বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি?   ১

খ) রাজনৈতিক দল বলতে কী বোঝায়? ২

গ) ‘ক’ ব্যক্তি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? ব্যাখ্যা কর।    ৩

ঘ) উদ্দীপকের নির্বাচনপদ্ধতি আধুনিক রাষ্ট্রব্যবস্থায় কতটুকু কল্যাণমূলক? তোমার মতের পক্ষে যুক্তি দাও।   ৪

৮. দীপ্ত একজন বাংলাদেশি। সে সোভিয়েত ইউনিয়নে বাস করে। দেশে ফিরে এসে দীপ্ত তার বন্ধু রায়হানের সঙ্গে তার প্রবাসজীবনের আলোচনা করছিল। দীপ্ত বলল, সোভিয়েত ইউনিয়নে একটি জনগোষ্ঠী রয়েছে, যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। উক্ত জনগোষ্ঠী সব ধর্ম-বর্ণ-নারী-পুরুষ, শ্রেণি-পেশা-নির্বিশেষে সবার স্বার্থে কাজ করে এবং দেশের নেতৃত্ব দান, সরকার গঠন, জনমত গঠন, রাজনৈতিক শিক্ষাদানসহ বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে থাকে।

ক) আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?            ১

খ) নির্বাচন বলতে কী বোঝ?         ২

গ) দীপ্ত কোন জনগোষ্ঠীর কথা ইঙ্গিত করেছে। ব্যাখ্যা কর।                ৩

ঘ) সামাজিক ঐক্য প্রতিষ্ঠাসহ অন্যান্য ক্ষেত্রে উক্ত জনগোষ্ঠীর অবদান মূল্যায়ন কর।             ৪

৯. জনাবা সাহিদা বেগম একজন গ্রাম্য প্রতিনিধি। তিনি এলাকার উন্নয়নের জন্য মৎস্য চাষ, পশুপালন ও পশুসম্পদের উন্নয়নের জন্য অনেক কাজ করেন। এ ছাড়া তিনি রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ এবং রাস্তার ধারে বৃক্ষরোপণ কার্যক্রম তদারক করেন। তাঁর সঙ্গে আরও কাজ করেন একজন চেয়ারম্যান এবং ১১ জন সদস্য।

ক) বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি?          ১

খ) নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?      ২

গ) জনাবা সাহিদা বেগম কোন সংগঠনের প্রতিনিধি? ব্যাখ্যা কর।                    ৩

ঘ) নাগরিক বিকাশে উক্ত প্রতিষ্ঠানের অবদান মূল্যায়ন কর।               ৪

১০। রফিক ‘ক’ নামক একটি দেশের প্রবাসী জীবনযাপন করে। সে দেশের মৃত্যুহারের চেয়ে জš§হার বেশি এবং সে দেশের সম্পদের বৃদ্ধিও বেশি নয়। দেশটির মাথাপিছু আয় খুবই কম এবং শিক্ষার হারও কম। ফলে সে দেশের জনসাধারণ নানা রকম দুর্ভোগের স্বীকার হয়।

ক) জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?       ১

খ) কর্মমুখী শিক্ষা কী?                      ২

গ) ‘ক’ দেশটির জনসাধারণের দুর্ভোগের  প্রধান কারণ কী? ব্যাখ্যা কর।       ৩

ঘ) উক্ত সমস্যা সমাধানে নাগরিক হিসেবে আমাদের করণীয় কী? বিশ্লেষণ কর।     ৪

১১.

ক) মুসলিম লীগ গঠিত হয় কত সালে?

খ) লাহোর প্রস্তাব কী?

গ) ওপরের ছবিটি বাংলাদেশের কোন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।

ঘ) এ আন্দোলনের চেতনাই আমাদের মুক্তিযুদ্ধে সফলতা এনে দিয়েছে-উক্তিটির সপক্ষে তোমার মতামত দাও।

বহুনির্বাচনী প্রশ্ন (মান : ৩০)

 

১. পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?

ক) ২০৬টি                           খ) ২০৭টি        

গ) ৪০৭টি                            ঘ) ৪০৮টি

২. নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?

ক) ১টি   খ) ২টি    গ) ৩টি   ঘ) ৪টি

৩. অধিকার কত প্রকার?

 ক) ২ প্রকার       খ) ৩ প্রকার 

গ) ৪ প্রকার         ঘ) ৫ প্রকার

৪. আইনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক) ১ ভাগে                           খ) ২ ভাগে       

গ) ৩ ভাগে                           ঘ) ৪ ভাগে 

৫. ‘ল অব দ্য কনস্টিটিউশন’ কার আইন?

ক) অধ্যাপক ডাইসির

খ) ব্ল্যাক স্টোনের                   

গ) কার্ল মার্কসের                   

ঘ) হেরোডোটাসের

৬. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়ভাগে ভাগ করা যায়?

ক) ১ ভাগে                           খ) ২ ভাগে       

গ) ৩ ভাগে                           ঘ) ৪ ভাগে

৭. কোন দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি বিদ্যমান রয়েছে?

ক) ভারতে                           খ) বাংলাদেশে

গ) চীনে                 ঘ) নেপালে

৮।   ‘ম্যাগনাকার্টা’ কোন সালে প্রণীত হয়?

ক) ১০১০ সালে খ) ১০১৫ সালে                     গ) ১১১৫ সালে         ঘ) ১২১৫ সালে

৯. বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়?

ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে     গ) ১৯৭৫ সালে              ঘ) ১৯৮০ সালে

১০. সংশোধনীর ভিত্তিতে সংবিধানকে কয়ভাগে ভাগ করা যায়?

ক) ২ ভাগে                          খ) ৩ ভাগে       

গ) ৪ ভাগে                           ঘ) ৫ ভাগে

১১. বাংলাদেশ সংসদের মেয়াদ কত বছর?

ক) ৩ বছর                           খ) ৪ বছর       

গ) ৫ বছর                            ঘ) ৬ বছর

১২. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে                     গ) ১৯৭৩ সালে              ঘ) ১৯৭৪ সালে

১৩. বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

ক) সচিব                              খ) মন্ত্রী          

গ) প্রধানমন্ত্রী      ঘ) রাষ্ট্রপতি

১৪. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কেন্দ বিন্দু কোনটি?

ক) জেলা                              খ) মন্ত্রণালয়        গ) সচিবালয়       ঘ) উপজেলা

১৫. ‘আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৪৮ সালে                খ) ১৯৪৯ সালে                     গ) ১৯৫০ সালে              ঘ) ১৯৭১ সালে

১৬. প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে কী বলে?

ক) ভোট                               খ) প্রথা         

গ) সংবিধান        ঘ) নির্বাচন

১৭. নির্বাচন কত প্রকার?

ক) ১ প্রকার         খ) ২ প্রকার      

গ) ৩ প্রকার         ঘ) ৪ প্রকার

১৮.  বাংলাদেশের জাতীয় সংসদে কতটি সংরক্ষিত আসন রয়েছে?

ক) ৫০টি খ) ৬০টি  গ) ৭০টি ঘ) ৮০টি

১৯. বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি?

ক) ১টি   খ) ২টি  গ) ৩টি   ঘ) ৪টি

২০. একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ডে বিভক্ত?

ক) ৭টি    খ) ৮টি    গ) ৯টি   ঘ) ১০টি

২১. বাংলাদেশে সর্বমোট কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?

ক) ৪৫৫০টি       খ) ৫৫৫০টি       

গ) ৬৬৫০টি        ঘ) ৭০০০টি

২২. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?

ক) ড. কামাল হোসেন    

খ) ড. মোতাহের হোসেন                   

গ) আলী আকবর খান                 

ঘ) সৈয়দা মুর্শিদা হক

২৩। VGF এর পূর্ণরূপ কী?

ক) Vulnerable Group Feeding           খ) Value Group Feeding    

গ) Vaccine Group Feeding

ঘ) Vulnerable Group Field

২৪. ‘লাহোর প্রস্তাব’ এর অপর নাম কী?

ক) পাকিস্তান প্রস্তাব খ) মুসলিম লীগ                     গ) দ্বিজাতি তত্ত্ব         ঘ) সন্ত্রস্ত প্রস্তাব

২৫. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?

ক) ২১ ফেব্রুয়ারি               খ) ২৬ মার্চ

গ) ৭ এপ্রিল         ঘ) ১৬ ডিসেম্বর

২৬. কোনটি সমাজের বৈশিষ্ট্য?

i. বহু লোকের সংঘবদ্ধ বসবাস

ii. সংঘবদ্ধতার পেছনে থাকবে সাধারণ উদ্দেশ্য

ii. ঐক্য ও পারস্পরিক সহযোগিতা

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i, ii     খ) i, iii     
গ) i, ii ও iii

২৭. কোনটি সুনাগরিকের বৈশিষ্ট্য?

i. বুদ্ধি  

II. বিবেক                   

iii. নির্ভরশীলতা

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i, ii     খ) i, iii     
গ) i, ii ও iii

২৮. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

i. সুস্পষ্ট  ii) অপরিবর্তনশীল                 iii. সংক্ষিপ্ত

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i, ii     খ) i, iii     
গ) i, ii ও iii

অনুচ্ছেদটি পড় এবং নিচের ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও

রাসেল ‘ক’ নামক একটি দেশে বাস করে। তার রাষ্ট্রে সাধারণ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটে সরকার প্রধান নির্বাচিত হয়।

২৯. ‘ক’ নামক রাষ্ট্র কী ধরনের রাষ্ট্র?

ক) পুঁজিবাদী রাষ্ট্র                   

খ) সমাজতান্ত্রিক রাষ্ট্র                 

গ)গণতান্ত্রিক রাষ্ট্র                            

ঘ) একনায়কতান্ত্রিক রাষ্ট্র

৩০. ‘ক’ নামক রাষ্ট্রের শাসনব্যবস্থার গুণ কোনটি?

i. দায়িত্বশীল শাসন                         

ii. বিপ্লবের সম্ভাবনা কম

iii. সাম্য ও সমঅধিকারের প্রতীক

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i, ii     খ) i, iii     
গ) i, ii ও iii

সর্বশেষ খবর