শিরোনাম
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সপ্তম শ্রেণির ইংরেজি ২য়পত্র

মো. শফিকুল ইসলাম, শিক্ষক

[পূর্বে প্রকাশের পর]

প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্নের Preposition  নিয়ে আলোচনা করব। কিছু বহুল ব্যবহৃত Preposition-এর ব্যবহার At-এর ব্যবহার

৭. কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাতে at ব্যবহৃত হয়। যেমন: Rima is good at Mathematices. Lotush is good at typing.

৮. কোনো ব্যক্তির বয়স বা পণ্যের মূল্য বোঝাতে তার আগে at ব্যবহত হয়। যেমন:He left school at the age of 15. Rice sells at taka 45 a kilo. In এর ব্যবহার

১. দীর্ঘ সময়ের (seasons, months, years, decades) আগে in ব্যবহৃত হয়। যেমন: I was born in March. Our house was built in the 19th century. He learnt driving in three months.
He will leave for home in a few hours.

২. দিনের অংশবিশেষ (in the afternoon, in the morning, in the evening)  বোঝালে তার আগে রহ ব্যবহৃত হয়। যেমন: I usually get up from bed early in the morning. He plays football with his friends in the evening.

৩. কোনো কিছুর মধ্যে আছে বোঝালে তার আগে রহ ব্যবহৃত হয়। যেমন: He lives in a tent.
I live in a room.
Don’t play in the class.
Don’t shout in the classroom.

৪. অনেক বেশি আয়তন (cities, states, countries, continents, world, universe) বোঝালে তার আগে in ব্যবহৃত হয়। যেমন: He lives at a village in France but my uncle lives in London.
Everest is the highest mountain in the world.

৫. Hospital, church, school, newspapers, magazine ইত্যাদির আগে in ব্যবহৃত হয়। যেমন:I was in a hospital last year.He wrote an article in the Daily Prothom Alo.

৬. কোনো লাইনের অংশবিশেষ বোঝাতে আগে in ব্যবহৃত হয়। যেমন: There is a misprint in the line on page. 

৬.On-এর ব্যবহার

১. সাধারণত নির্দিষ্ট দিন বা তারিখ ইত্যাদির আগে on ব্যবহত হয়। যেমন: We went to a party on Sunday. Come and see us on Christmas Day.
I have got a meeting on Monday morning.

২. বৈদ্যুতিক সরঞ্জামাদির আগে সাধারণত on ব্যবহৃত হয়। যেমন: He is now talking on phone.
Is there anything good on the television tonight?

৩. ডান দিক বা বাঁ দিক বোঝাতে on ব্যবহৃত হয়। যেমন: In England people drive on the left side of the road and not on the right side.

[চলবে]

সর্বশেষ খবর