শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
বাংলা

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মেহেরুন্নেসা খাতুন, শিক্ষিকা

শূন্যস্থান পূরণ

তৃতীয় অধ্যায়

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

১.          মৌর্য আমলে______ ‘পুন্ড্রনগর’ নামে পরিচিত ছিল।

            উত্তর : মহাস্থানগড়

২. ______ শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত।

            উত্তর : বগুড়া

৩.         মহাস্থানগড়ে রয়েছে চওড়া______প্রাচীন দুর্গ।

            উত্তর : খাদবিশিষ্ট

৪.          আরও রয়েছে ৩.৩৫ মিটার লম্বা______।

            উত্তর : খোদাই পাথর

৫.          নরসিংদী জেলার______সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল।

            উত্তর : উয়ারী-বটেশ্বর

৬.         উয়ারী-বটেশ্বর নামের দুইটি গ্রামে খ্রিস্টপূর্ব ______অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে।

            উত্তর : ৪৫০

৭.          ______খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয় পাহাড়পুর।

            উত্তর : ৭৮১-৮২১

৮.         ______ রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত।

            উত্তর : পাহাড়পুর

৯.          পাহাড়পুর______নামেও পরিচিত।

            উত্তর : সোমপুর মহাবিহার

১০.        এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে ______ ভিক্ষুকক্ষ আছে।

            উত্তর : ১৭৭টি

১১.        অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতীর নামানুসারে______ নামকরণ হয়।

            উত্তর : ময়নামতী

১২.         ______ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত।

            উত্তর : সোনারগাঁ

১৩.        সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান ______  রাজধানী ছিল।

            উত্তর : সুলতানদের

১৪.        ______সালে সোনারগাঁয়ের পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়।

            উত্তর : ১৬১০

১৫.        উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে সোনারগাঁয়ে _____গড়ে ওঠে।

            উত্তর : পানামনগর।    (চলবে)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর