বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

কেবল ঈদ নয়, বাংলাদেশের সব খাবারই পছন্দ

ক্যাটরিনা ডন

কেবল ঈদ নয়, বাংলাদেশের সব খাবারই পছন্দ

নিজের ঘর আমার কাছে যেমন, বাংলাদেশটাও ঠিক তেমন। আমার বাড়ি ইতালি। সেখানে জীবনের অনেকটা বছরই কাটিয়েছি আমি। তবে এখন যদি জানতে চাওয়া হয় তাহলে এক কথায় বলব, বাংলাদেশ আমার কাছে আরেকটা বাড়ি। যেখানে এসে আমার মনে হয় নিজের ঘরে ফিরে এলাম। প্রায় ১৫ বছর হয়ে গেল বাংলাদেশে। এত এত বন্ধু, এত এত পরিচিত মানুষের ভেতরে একলা মনেই হয় না এখানে আমার। এখানকার মানুষরা অনেক ভালো। তাদের উৎসবগুলো আরও বেশি ভালো। সব ধরনের উৎসবেই যোগ দেওয়ার চেষ্টা করি আমি এখানে। বিশেষ করে পয়লা বৈশাখে। নতুন শাড়ি পরে ঘুরতে বের হওয়াটা দারুণ লাগে আমার কাছে। বিশেষ করে দিনের শুরুতে প্যারেড বের করার ব্যাপারটা। পুরোটা সময় থাকি আমি সেই অনুষ্ঠানে। মানুষের ভিড়ে ব্যানার বা রংবেরঙের পুতুল নিয়ে হাঁটতে ভালো লাগে তখন। গালে রং করাতেও বেশ লাগে। এ ছাড়া ইদানীং হে ফেস্টিভাল ও বেঙ্গল মিউজিক ফেস্টিভালের মতো উৎসবগুলোও অনেক ভালো লাগে আমার। বাড়িতে আমরা ঈদ খুব একটা দেখিনি। আমি খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় আর ওখানে খুব একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হওয়ায় সবসময়েই এদিক দিয়ে ঈদ থেকে অনেকটা দূরে থেকেছি। তবে বাংলাদেশে আসার পর বেশ কয়েকবার যোগ দিয়েছি এখানকার ঈদে। ব্যাপারটা অনেক মজার ও আলাদা হলেও আমাকে বড়দিনের সময় আমার বাড়ির আবহাওয়ার কথা মনে করিয়ে দেয়। পরিবেশটা একই রকমের। পরিবারের সবাই একত্র হয়। আনন্দ করে। মজা করে। কেবল ঈদে নয়, বাংলাদেশের সব ধরনের খাবারই পছন্দ করি আমি। আর ঈদের সময় নতুন জামা পরতে তো বেশ লাগে। তবে ঈদের সবচাইতে ভালো ব্যাপারটা আমার কাছে ঢাকার রাস্তাগুলো নিয়ে আসে। অনেক ফাঁকা থাকে শহরটা। ফলে খুব সহজেই বন্ধু আর পরিবারের কাছে চলে যাওয়া যায়।

দেশ : ইতালি

 

সর্বশেষ খবর