ইমন, নিরব, ঈশিকা ও অরিনকে নিয়ে বি ইউ শুভ আসছে ভালোবাসা দিবসে এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করছেন বিশেষ টেলিফিল্ম ‘চতুষ্কোণ’। টেলিফিল্মটিতে ইমন, নিরব, ঈশিকা ও অরিন নিজ নামেই অভিনয় করছেন। অরিনকে ভালোবাসে দুই ঘনিষ্ঠ বন্ধু নিরব ও ইমন। এ নিয়েই টেলিফিল্মটির মূল কাহিনী এগিয়ে যাবে। ইমন বলেন, ‘সবসময়ই তো আমি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত। যেহেতু গল্পটি অসাধারণ এবং আমার বন্ধু নিরবও এতে কাজ করছে তাই কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি।’ নিরব বলেন, ‘সাধারণত চলচ্চিত্রের বাইরে ছোট পর্দায় কাজ করি না। কিন্তু আমাদের দুই বন্ধুকে নিয়ে একসঙ্গে কাজ করার স্বপ্ন বি ইউ শুভর বহুদিনের। তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দুজন সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম।