Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৩ জুন, ২০১৬ ২৩:৩৩

শরীরচর্চা নিয়ে ব্যস্ত সোনম

শোবিজ ডেস্ক

শরীরচর্চা নিয়ে ব্যস্ত সোনম

একের পর এক ছবি ফ্লপের তালিকায় স্থান পেলেও সোনম কাপুরের ওপর থেকে কখনই স্পটলাইট সরে না। দারুণ ফ্যাশন সেন্স, উত্তেজক ভঙ্গিমা, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে রানীর মতো বিচরণ এবং চাঁছাছোলা বক্তব্য সোনমকে বলিউডের ‘মোস্ট’ স্টাইলিশ অভিনেত্রীর খেতাব দিয়েছে। সেই সোনম এবার বললেন, যৌনতার থেকেও তার পছন্দ অন্য কিছু।

সোনম কাপুরের গ্ল্যামার তাকে খবরের শিরোনামে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও বলিউডের অনেকের দাবি। এহেন রূপ ও ফ্যাশনের রানীর তকমা পাওয়া, পুরুষদের হৃদয় কাঁপানো সোনম নাকি বলেছেন, যৌনতার থেকেও তার অনেক বেশি পছন্দের অন্য কোনো বিষয়। আর সেই কাজ তিনি দিনের মধ্যে দীর্ঘ সময় ধরে করতে ভালোবাসেন।

কাজটি হলো জিমে যাওয়া! উদ্দাম যৌনতার চাইতে শরীরচর্চা করা সোনমের কাছে অনেক বেশি পছন্দের। যেসব অভিনেত্রী শুধু যৌনতাতেই নিজেকে মেলে ধরতে চান তাদের নাকি ঠিক পছন্দ হয় না অনীল কাপুর তনয়ার।


আপনার মন্তব্য