মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

জয়নুল আবেদিন শিশু চিত্রাঙ্কন প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল আয়োজন করতে যাচ্ছে ১১তম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় সেরা ১০ জনকে বাংলাদেশ বরেণ্য চিত্রশিল্পী পুরস্কার এবং সনদপত্র দেওয়া হবে। নির্বাচিত ২০০ ছবি নিয়ে আয়োজন করা হবে চিত্র প্রদর্শনী এবং প্রত্যেক প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। প্রদর্শনীর তারিখ চিঠি/পত্রিকা ও ফোনের মাধ্যমে প্রত্যেক প্রতিযোগীকে জানানো হবে। সব শিশু/কিশোরকে অংশ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

প্রতিযোগিতায় ৩ থেকে ১৬ বছরের সব শিশু/কিশোরের জন্য বয়স অনুযায়ী ৪টি বিভাগ উন্মুক্ত।   যে কোনো বিষয় ও মাধ্যমে ছবি আঁকা যাবে। কাগজের মাপ সর্বনিম্ন ১১-১৬ ইঞ্চি। ১৬-২২ ইঞ্চি। অঙ্কিত ছবির অপর পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, পিতার নাম, পূর্ণ ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর বিদ্যালয় কিংবা সংগঠনের নাম কম্পিউটার কম্পোজের মাধ্যমে লিখে পাঠাতে হবে।

অঙ্কিত ছবির সঙ্গে দুটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। সর্বোচ্চ দুটি আঁকা ছবি পাঠাতে হবে। মোবাইল নম্বর স্পষ্টভাবে লিখতে হবে। ছবির বিষয়বস্তু উন্মুক্ত। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুলাই ২০১৬। গ্রিনল্যান্ড রেসিডেন্সিয়াল হাইস্কুল শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল, বাসা-২৫/৪সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

সর্বশেষ খবর