শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

সংস্কৃতি সপ্তাহ

সংস্কৃতি সপ্তাহ

দেশ নাটক-এর ‘অরক্ষিতা’ নাটকের একটি মুহূর্ত

দেশ নাটক-এর ‘অরক্ষিতা’

আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে দেশ নাটক প্রযোজিত নাটক ‘অরক্ষিতা’। মাহবুব লীলেন রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন ইশরাত নিশাত। অভিনয় করবেন সোমা ফেরদৌস, মামুন চৌধুরী রিপন, অসীম কুমার ভট্ট, ইভান, ফিরোজ, সজল, সবুজ, তিথি প্রমুখ।

 

 

আতাউর রহমানের জন্মদিনে অনুষ্ঠান

আগামীকাল নাট্যাভিনেতা আতাউর রহমানের ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে আতাউর রহমান জন্মদিন উদযাপন পর্ষদ। ওই দিন বিকালে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিতব্য এই আয়োজনে নাট্যাভিনেতা আতাউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাবেন নাট্যাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা। ফুলেল শুভেচ্ছা শেষে একই মিলনায়তনে মঞ্চায়ন হবে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল প্রযোজিত নাটক ‘তোরা সব জয়ধ্বনি কর’।

 

সুফিয়া কামাল পদক পাচ্ছেন কথাশিল্পী হাসান আজিজুল হক

জননী সাহসিকা সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হককে প্রদান করা হচ্ছে এ বছরের সুফিয়া কামাল পদক। এ উপলক্ষে ২০ জুন অনুষ্ঠিত এক অনুষ্ঠানে হাসান আজিজুল হকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে ওই দিন সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

 

আজ ‘ত্রিংশ শতাব্দী’

আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে স্বপ্নদল প্রযোজিত নাটক ‘ত্রিংশ শতাব্দী’। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে নাটকটির নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন।

অভিনয়শিল্পীরা হলেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর