Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০১

চাইনিজ ছবিতে দীপিকা

শোবিজ ডেস্ক

চাইনিজ ছবিতে দীপিকা

আবারও আন্তর্জাতিক সিনেমায় কাজ করার প্রস্তাব পেলেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাডুকোন। তবে এবার হলিউড নয়, চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন একটি চাইনিজ ছবিতে।  গত জানুয়ারি মাসে মুক্তি পায় তার প্রথম হলিউড সিনেমা ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’। তবে নতুন ইন্দো-চাইনিজ এই ছবির নাম ‘লাভ ইন বেজিং’। ‘ব্যাং ব্যাং’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ ইন্দো-চাইনিজ ছবিটি পরিচালনা করতে চলেছেন। ছবিতে থাকবেন চীনা অভিনেতা ডেং চাও। দুটি সংস্কৃতির মধ্যে প্রেমের গল্পই হলো এই ছবির মূল বিষয়। সমপ্রতি এক ম্যাগাজিন সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, ছবির মধ্যে দিয়ে অন্য একটি সংস্কৃতি তুলে ধরা হবে।


আপনার মন্তব্য