এক মাসেই দুটি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন সুবর্ণা মুস্তাফা। চলচ্চিত্র দুটি হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘আঁখি ও তার বন্ধুরা’ এবং ২৯ ডিসেম্বর ‘গহীন বালুচর’। এদিকে আজ থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হচ্ছে সুবর্ণা অভিনীত বদরুল আনাম সৌদ পরিচালিত ৬ পর্বের ধারাবাহিক ‘প্রেমের সাতকাহন’। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গহীন বালুচর এদেশের গল্পের ছবি। এতে আমাদের মাটির গন্ধ আছে, জলের ছায়া রয়েছে, রয়েছে সুন্দর গানও। সর্বোপরি চমৎকার একটি গল্প আছে গহীন বালুচরে। অন্যদিকে আঁখি ও তার বন্ধুরা ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প নিয়ে নির্মিত পরিচ্ছন্ন একটি চলচ্চিত্র। এ চলচ্চিত্র শিশুদের এবং বড়দের।’ আমার প্রত্যাশা দর্শক সাদরে চলচ্চিত্র দুটি গ্রহণ করবে। সর্বশেষ গত বছর দেলোয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’-এ সুবর্ণা মুস্তাফাকে দেখা গেছে। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডির মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। গতানুগতিক ধারার নয়, জীবনঘনিষ্ঠ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘নয়নের আলো’ ছবিতে তার অভিনয় সব শ্রেণির দর্শকমন নাড়া দিয়েছিল। দর্শকের মাঝে রয়েছে তার ঈর্ষণীয় জনপ্রিয়তা। অনেকের মতে, চেহারায় বাঙালি রমণীর শাশ্বত সৌন্দর্যের মৌন রূপ স্পষ্ট এবং সামগ্রিক ঘরানার সৌন্দর্যকে প্রায় ক্ল্যাসিক রূপ দিয়েছে। ১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ঘুড্ডি (১৯৮০), লাল-সবুজের পালা (১৯৮১), নতুন বউ (১৯৮৩), নয়নের আলো (১৯৮৪), সুরুজ মিয়া, ফুলের মালা, স্ত্রী, অপহরণ, কমান্ডার (১৯৯৪), পালাবি কোথায়, ফাঁসি।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সুবর্ণার প্রত্যাশা...
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর