এক মাসেই দুটি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন সুবর্ণা মুস্তাফা। চলচ্চিত্র দুটি হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘আঁখি ও তার বন্ধুরা’ এবং ২৯ ডিসেম্বর ‘গহীন বালুচর’। এদিকে আজ থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হচ্ছে সুবর্ণা অভিনীত বদরুল আনাম সৌদ পরিচালিত ৬ পর্বের ধারাবাহিক ‘প্রেমের সাতকাহন’। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গহীন বালুচর এদেশের গল্পের ছবি। এতে আমাদের মাটির গন্ধ আছে, জলের ছায়া রয়েছে, রয়েছে সুন্দর গানও। সর্বোপরি চমৎকার একটি গল্প আছে গহীন বালুচরে। অন্যদিকে আঁখি ও তার বন্ধুরা ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প নিয়ে নির্মিত পরিচ্ছন্ন একটি চলচ্চিত্র। এ চলচ্চিত্র শিশুদের এবং বড়দের।’ আমার প্রত্যাশা দর্শক সাদরে চলচ্চিত্র দুটি গ্রহণ করবে। সর্বশেষ গত বছর দেলোয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’-এ সুবর্ণা মুস্তাফাকে দেখা গেছে। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডির মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। গতানুগতিক ধারার নয়, জীবনঘনিষ্ঠ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘নয়নের আলো’ ছবিতে তার অভিনয় সব শ্রেণির দর্শকমন নাড়া দিয়েছিল। দর্শকের মাঝে রয়েছে তার ঈর্ষণীয় জনপ্রিয়তা। অনেকের মতে, চেহারায় বাঙালি রমণীর শাশ্বত সৌন্দর্যের মৌন রূপ স্পষ্ট এবং সামগ্রিক ঘরানার সৌন্দর্যকে প্রায় ক্ল্যাসিক রূপ দিয়েছে। ১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ঘুড্ডি (১৯৮০), লাল-সবুজের পালা (১৯৮১), নতুন বউ (১৯৮৩), নয়নের আলো (১৯৮৪), সুরুজ মিয়া, ফুলের মালা, স্ত্রী, অপহরণ, কমান্ডার (১৯৯৪), পালাবি কোথায়, ফাঁসি।
শিরোনাম
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস