এক মাসেই দুটি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন সুবর্ণা মুস্তাফা। চলচ্চিত্র দুটি হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘আঁখি ও তার বন্ধুরা’ এবং ২৯ ডিসেম্বর ‘গহীন বালুচর’। এদিকে আজ থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হচ্ছে সুবর্ণা অভিনীত বদরুল আনাম সৌদ পরিচালিত ৬ পর্বের ধারাবাহিক ‘প্রেমের সাতকাহন’। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গহীন বালুচর এদেশের গল্পের ছবি। এতে আমাদের মাটির গন্ধ আছে, জলের ছায়া রয়েছে, রয়েছে সুন্দর গানও। সর্বোপরি চমৎকার একটি গল্প আছে গহীন বালুচরে। অন্যদিকে আঁখি ও তার বন্ধুরা ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প নিয়ে নির্মিত পরিচ্ছন্ন একটি চলচ্চিত্র। এ চলচ্চিত্র শিশুদের এবং বড়দের।’ আমার প্রত্যাশা দর্শক সাদরে চলচ্চিত্র দুটি গ্রহণ করবে। সর্বশেষ গত বছর দেলোয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’-এ সুবর্ণা মুস্তাফাকে দেখা গেছে। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডির মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। গতানুগতিক ধারার নয়, জীবনঘনিষ্ঠ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘নয়নের আলো’ ছবিতে তার অভিনয় সব শ্রেণির দর্শকমন নাড়া দিয়েছিল। দর্শকের মাঝে রয়েছে তার ঈর্ষণীয় জনপ্রিয়তা। অনেকের মতে, চেহারায় বাঙালি রমণীর শাশ্বত সৌন্দর্যের মৌন রূপ স্পষ্ট এবং সামগ্রিক ঘরানার সৌন্দর্যকে প্রায় ক্ল্যাসিক রূপ দিয়েছে। ১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ঘুড্ডি (১৯৮০), লাল-সবুজের পালা (১৯৮১), নতুন বউ (১৯৮৩), নয়নের আলো (১৯৮৪), সুরুজ মিয়া, ফুলের মালা, স্ত্রী, অপহরণ, কমান্ডার (১৯৯৪), পালাবি কোথায়, ফাঁসি।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
সুবর্ণার প্রত্যাশা...
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর