রবিবার, ১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কলকাতার নায়িকা ঋতুপর্ণাকে নিয়ে আলমগীরের ‘একটি সিনেমার গল্প’

শোবিজ প্রতিবেদক

কলকাতার নায়িকা ঋতুপর্ণাকে নিয়ে আলমগীরের ‘একটি সিনেমার গল্প’

ঋতুপর্ণাকে ছবির একটি দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা আলমগীর

দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিচালনা করলেন অভিনেতা আলমগীর। ছবির শিরোনাম ‘একটি সিনেমার গল্প’। আর ছবিতে আলমগীর নায়িকা হিসেবে কাস্ট করেছেন কলকাতার ঋতুপর্ণাকে। তার বিপরীতে নায়ক হিসেবে আছেন বাংলাদেশের আরিফিন শুভ। আলমগীর এর আগে অবশ্য নিজেও কলকাতার সঙ্গে ঢাকার যৌথ আয়োজনের একাধিক ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে— ‘আমি সেই মেয়ে’, ‘সত্য মিথ্যা’, ‘মায়ের আশীর্বাদ’, ‘বৌমা’ প্রভৃতি। আমি সেই মেয়ে ছবিতে আলমগীরের নায়িকা ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদা, সত্য মিথ্যা ছবিতে তার নায়িকা ছিলেন কলকাতার সন্ধ্যা রায়।

মায়ের আশীর্বাদ ও বৌমা ছবি দুটি ঢালিউডে আলমগীরের নির্মিত ‘মায়ের দোয়া’ ও ‘বৌমা’ ছবির রিমেক। কলকাতার এই দুই রিমেক ছবিতেও আলমগীর অভিনয় করেন। এ ছাড়া আরও বেশকটি ভারতীয় ছবিতে আলমগীর অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় আলমগীর এবার তার ‘একটি সিনেমার গল্প’ ছবিতেও ভারতীয় নায়িকা ঋতুপর্ণাকেই কাস্ট করলেন। এ বিষয়ে আলমগীরের বক্তব্য হলো ছবির গল্পে এই চরিত্রটিতে ঋতুপর্ণা ছাড়া আর কাউকে মানাত না। তাই ঋতুপর্ণাকে নিয়েছি। ছবির প্রচারের জন্য ৯ এপ্রিল ঋতুপর্ণাকে ঢাকায় আনছেন আলমগীর। ছবিটি মুক্তি পাচ্ছে বাংলা নববর্ষ উপলক্ষে ১৩ এপ্রিল।

 

সর্বশেষ খবর