Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০৫

ধানমন্ডিতে স্টার সিনেপ্লেক্স

শোবিজ প্রতিবেদক

ধানমন্ডিতে স্টার সিনেপ্লেক্স

রাজধানীর ধানমন্ডিতে পিলখানার পাশে অবস্থিত সীমান্ত সম্ভারে চালু হতে যাচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’-এর আরেকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল। ২৬ জানুয়ারি শনিবার নতুন এই সিনেপ্লেক্সটির শুভ উদ্বোধন হচ্ছে। শো মোশন লিমিটেড (স্টার সিনেপ্লেক্স)-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, ‘আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে একে একে দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে হলগুলো নির্মিত হবে।’ উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিত প্রদর্শিত হচ্ছে এখানে। যার ফলে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’।

 


আপনার মন্তব্য