গত শনিবার বাংলাদেশ ও ভারতের ৬৩ জন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু শব্দটি আমাদের’ শীর্ষক আর্টিস্ট ক্যাম্প। স্বাধীনতা চারুশিল্পী পরিষদের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় দিনব্যাপী এই আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন চিত্রকর হাশেম খান, সমরজিৎ রায় চৌধুরী, আনোয়ার হোসেন ও জামাল আহমেদ।
বরেণ্য এই শিল্পীরা কীভাবে একজন শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে উঠলেন, তা আলোচনা করেন এবং স্বাধীনতা সংগ্রামের নানা ধাপ তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব আশরাফুল আলম পপলু।