শিরোনাম
শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির  আমেজ

‘রসপুরান’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

আজ শুরু হচ্ছে ব্যতিক্রমী প্রদর্শনী ‘কবির জন্মদিন’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা সময়ে পালিত জন্মদিনের দুর্লভ তথ্য, ছবি আর স্মৃতিকথার গবেষণা আখ্যানের প্রদর্শনীর আয়োজন করেছে ‘বাংলাদেশ ইভেন্টস’ ও ‘আর্কাইভ ৭১’। আজ থেকে ৬ মে এই প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। আজ বিকাল ৪টায় এর উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, শাহ আলম সারওয়ার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, হাসান আরিফ, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা। প্রদর্শনীর গবেষক, তথ্য সংগ্রাহক শুভ্রজিত ভট্টাচার্য (ত্রিপুরা) এর সঞ্চালনায় প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রবীন্দ্রনাথের গান, কবিতা বর্ণাঢ্য শিল্পজীবন নিযে পৃথক পৃথক শিরোনামে চলবে নানা আয়োজন।

 

নাটক

ঢাবির নাটমণ্ডলে ‘রসপুরান’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘রসপুরাণ’। আগামী ৪ মে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় ঢাবি নাটম-ল মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হবে। প্রযোজনায় ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। নির্দেশনায় ড. আহমেদুল কবির। তত্ত্বাবধানে ওয়াহীদা মল্লিক জলি, পোশাক পরিকল্পনায় উম্মে সুমাইয়া।

 

কাল ‘ওপেন কাপল’

কাল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘ওপেন কাপল’। রূপান্তর, নির্দেশনা ও অভিনয়ে সারা যাকের।

 

অন্যান্য

দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল

দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল (ইন্ডিয়া)-২০১৯-এ স্টুডেন্ট ক্যাটাগরিতে সুব্রত পলের নির্মাণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এই শহরে’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন রওনক রিপন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর