বলিউড অভিনেত্রী সোনম কাপুর নিজের পরিবারের মায়েদের ছবি ভাগ করে একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবির নিচে এক ক্যাপশনে সোনম লেখেন, মায়ের উপস্থিতিতে আমি বুঝেছি, কোমল মুখের আড়ালেও রয়েছে শক্তির আধার। মায়ের প্রার্থনায় আমি ভালোবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি। মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি, সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে থাকে মাতৃত্ব। তিনি আমার মা। তিনিই ভারতমাতার প্রতিফলন। সোনম আরও লেখেন, এই ভূমিতে বিভেদের ভাষা নয়, ভালোবাসার ভাষা উচ্চৈঃস্বরে বলা হয়। হরিবংশ রাই বচ্চনের কবিতার দুই পঙ্ক্তিও ভাগ করে নেন সোনম। সব শেষে অভিনেত্রী লেখেন, মায়েরা আমাদের একসঙ্গে থাকতে, পরস্পরকে ভালোবাসতে ও পরস্পরকে নিয়ে চলতে শিখিয়েছেন। এই ভালোবাসা দেখেই আমি বড় হয়েছি।