শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

টিরিগিরি টক্কায় দারোয়ান

শোবিজ প্রতিবেদক

টিরিগিরি টক্কায় দারোয়ান

বাংলাদেশে শিশু-কিশোরদের জন্য দুরন্ত টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’। শুরুর দিকে প্রচারের পরই শিশু-কিশোর মহলে নাটকটি বেশ প্রশংসিত হয়। এখন প্রচারিত হচ্ছে নাটকটির দ্বিতীয় সিজন। এই নাটকটিতে মজার মানুষ দারোয়ান চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা ফাকরুজ্জামান চৌধুরী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, শামীমা তুষ্টি, সুজাত শিমুল, ইন্দ্রানী ঘটক, নুসরাত জাহান নদী, তুর্য, ইরাসহ অনেকে। নাটকটি রচনা করেছেন মারুফা ইয়াসমিন অন্তরা এবং পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন সুজন। ‘টিরিগিরি টক্কা’ একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর শিশুতোষ ধারাবাহিক নাটক। মজার মজার ঘটনাগুলোর মধ্য দিয়ে পৃথিবীকে রক্ষার ক্ষুদ্র প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়েছে। নাটকটিতে দেখা যাবে খুদে বিজ্ঞানী সূর্যমুখীদের বাড়িতে আবারও দূর মহাকাশ থেকে আসে ভিনগ্রহের প্রাণী টিরিগিরি। এটি প্রচারিত হচ্ছে রবি থেকে বৃহ¯পতিবার, দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর