সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এ টি এম শামসুজ্জামানের অবস্থা স্থিতিশীল

শোবিজ প্রতিবেদক

এ টি এম শামসুজ্জামানের অবস্থা স্থিতিশীল

আবারও গুরুতর অসুস্থ কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকের বরাত দিয়ে গতকাল দুপুরে এ কথা জানিয়েছেন এই অভিনেতার মেয়ে কোয়েল। ভাইরাল অ্যাটাকের কারণে তিনি স্বাভাবিকভাবে খেতে এবং কথা বলতে না পারায় শনিবার দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

কোয়েল জানান, ত্বকে ভাইরাস জাতীয় সমস্যা দেখা দেয়। হঠাৎ করে তার গালে ও চোখের পাশে র‌্যাশ উঠতে দেখা যায়।

যেহেতু এটা ভাইরাসজনিত, তাই দেরি না করে তাকে হাসপাতালে আনা হয়েছে।

হঠাৎ করে বাবা চলাফেরা করতে পারছেন না এবং কারও সঙ্গে কথাও বলতে পারছেন না। তাই দ্রুত ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে বিএসএমএমইউ’র নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে বর্ষীয়ান এই অভিনেতার চিকিৎসা চলছে।

এর আগে গত ২৫ নভেম্বর এ টি এম শামসুজ্জামানকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছিল। তবে গত ৮ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেন। চলতি বছরের ২৬ এপ্রিল গ্যাস্ট্রিক এবং মলত্যাগজনিত সমস্যার কারণে এ টি এম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তার অবস্থা অবনতির দিকে গেলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় এবং লাইফ সাপোর্ট দেওয়া হয়।

প্রায় চার মাস চিকিৎসা নিয়ে গত ২৯ আগস্ট রাজধানীর বসুন্ধরায় মেয়ের বাসায় ওঠেন এ টি এম শামসুজ্জামান। সেখানেই তিনি এতদিন বসবাস করছিলেন। 

সর্বশেষ খবর