শিরোনাম
মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

শুটিং বন্ধের সিদ্ধান্তে নাটকের ১৯ সংগঠন

শোবিজ প্রতিবেদক

শুটিং বন্ধের সিদ্ধান্তে নাটকের ১৯ সংগঠন

করোনা সংকটকে গুরুত্ব দিয়ে এবং শোবিজের সব সদস্যকে নিরাপদ রাখার স্বার্থে বিগত ২২ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সব প্রকার শুটিং বন্ধ রাখার ঘোষণা দেয় নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো। কিন্তু এই ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু শুটিং করে নিয়ম ভঙ্গের বিষয়ও দেখা যায়। তবে ঈদকে সামনে রেখে শুটিংয়ের অনুমতি চেয়েছিলেন কিছু প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। যার ফলশ্রুতিতে শর্ত সাপেক্ষে শুটিং চালু করার অনুমতিও দিয়েছিল আন্তঃসংগঠনগুলো। এই  সিদ্ধান্ত শোবিজের অনেকেই মেনে নিতে পারেননি। করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা যখন ক্রমাগত বেড়ে চলেছে তখন শুটিং শুরু করলেন নাটকের অনেক মানুষও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এমন সিদ্ধান্তে অনাস্থা জানিয়ে অনেকে অভিযোগ করে যে, সদস্যদের কথা চিন্তা না করে নেতারা নিজেদের স্বার্থেই এসব সিদ্ধান্ত গ্রহণ করছেন। এমন বিতর্কের মুখে পড়েই আবারও শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনগুলো। আন্তঃসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয় রবিবার দিবাগত রাত ১২টার দিকে।

সর্বশেষ খবর