মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

ঐশী কাহিনী অবলম্বনে আগস্ট ১৪

শোবিজ প্রতিবেদক

ঐশী কাহিনী অবলম্বনে আগস্ট ১৪

বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘আগস্ট ১৪’। ক্রাইম থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজটির নির্মাতা শিহাব শাহীন। গল্পটি এগিয়েছে ঐশীকে নিয়ে। যে ছিল পুলিশ কর্মকর্তা বাবার আদরের মেয়ে। মাদক সেবনকারী ঐশী এক সময় বেপরোয়া জীবনযাপন, অনিয়ন্ত্রিত প্রেম ও মাদকসেবীদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যায়। বাবা-মা’র থেকে স্বাধীনতা না পেয়ে সে বোর হয়ে জীবনে বর্বর ও নৃশংসতা বেছে নেয়। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, তাসনুভা তিশা, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, আবু হুরায়রা তানভীর, সায়েদ জামান শাওনসহ অনেকেই। মূল চরিত্রে তাসনুভা তিশা যেমন দারুণ অভিনয় করেছেন তেমনি ডিবি পুলিশ কর্মকর্তা হিসেবেও শতাব্দী ওয়াদুদ ছিলেন অসাধারণ! সিরিজটি অবমুক্তের পর অনেকেই ভালো লাগার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দর্শকের মতে, প্রতিটি অভিনয়শিল্পী দুর্দান্ত অভিনয় করেছেন। চোখে পড়ার মতো ছিল দুর্দান্ত স্টোরি টেলিং, লাইট, সিনেমাটোগ্রাফি, মেকআপ, আবহ সংগীত। চমৎকার সম্পাদনার জন্য প্রশংসার দাবিদার এডিটির জুবায়ের আবির পিয়াল।’ পিয়াল বলেন, ‘কাজটি ছিল একটি চ্যালেঞ্জ। জীবনে অনেক কাজ করলেও এটি মনের মতো করে সম্পাদনা করেছি। সেই কারণে রেসপন্সও পাচ্ছি।’ আবহ সংগীত সন্ধি ও পোস্টার ডিজাইন সাজ্জাদুল ইসলাম সায়েম। এদিকে এটিতে এডাল্ট কিছু দৃশ্য নিয়ে দর্শকরা নেতিবাচক মন্তব্যও করেছেন।

সর্বশেষ খবর