শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা শনাক্তে শুটিং বন্ধ

শোবিজ প্রতিবেদক

করোনা শনাক্তে শুটিং বন্ধ

নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘প্রাণপ্রিয়’ নামক একটি নাটকের মাধ্যমে ৭ জুলাই প্রায় সাড়ে তিন মাস পর শুটিংয়ে ফেরেন মেহজাবিন-অপূর্ব জুটি। সঙ্গে আরও ছিলেন সমু চৌধুরী। সিএমভির প্রযোজনায় নির্মিত এই নাটকের লাইটম্যান, মেকআপম্যান, প্রোডাকশনবয়সহ শুটিং ইউনিটের ৩০ জনের করোনা পরীক্ষা করিয়ে শুটিং শুরু হয়। তবে এত সতর্কতার পরও এই শুটিং ইউনিটের দুজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এদের মধ্যে একজন অভিনেতা, অন্যজন মেকআপম্যান। এ অবস্থায় ৮ জুলাই সন্ধ্যার পর ওই নাটকের নির্মাতা-অভিনয়শিল্পী ও কলাকুশলীরা আলোচনা করে শুটিং বন্ধ রাখেন। এ বিষয়ে নির্মাতা আরিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি, অপূর্ব ভাই ও মেহজাবিন টেস্ট করতে দিয়েছি। এছাড়া টিমের সবাই আলাদাভাবে  আবার করবে।’ শুটিং ইউনিটে দুজন যে করোনা পজিটিভ, সেটা তিনি জানেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘তারা তো নেগেটিভ ছিল। শুটিংয়ের প্রথম দিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় আবার টেস্ট করাই। পরের দিন নেগেটিভ আসে। প্রথমবার টেস্ট করার জন্য স্যাম্পল দিল ৪-৫ তারিখে। কিন্তু রিপোর্ট পেল ৬ তারিখে। মাঝে ২৪ থেকে ৪৮ ঘণ্টা। এ সময় আসা-যাওয়ার মাঝে কি হতে পারে না? তবে কারও নাম নেব না, দুজন করোনা পজিটিভ।’ মেহজাবিন অবশ্য শুটিংয়ের সময় সর্বোচ্চ সতর্কতা নিয়েছিলেন। তিনি বলেন, ‘শুটিংয়ের আগেই সর্বোচ্চ সতর্কতা নিয়ে পুরো ইউনিটের লোকদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবার করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পরই দৃশ্য ধারণে অংশ নিয়েছি।’ করোনার এই দুর্যোগকালে প্রাথমিক অবস্থায় কয়েক মাস শুটিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকলেও মাসদুয়েক পর অবস্থা বিবেচনায় ঈদুল ফিতরের আগেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। তবে তখনো শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেনি অনেক তারকা। কিন্তু সামনেই আসছে ঈদ, যেখানে তারকাদের চাহিদা আকাশচুম্বী। তাই দায়িত্ববোধ থেকে কড়া নিরাপত্তায় একে একে শুটিংয়ে ফেরেন কিছু তারকা। কিছু রয়েছেন শুটিংয়ে ফেরার প্রস্তুতিতেও।

সর্বশেষ খবর