১৯৭৮ সালে আমজাদ হোসেন তাঁর নির্মিত ‘গোলাপী এখন ট্রেনে’ ছবিটি নিয়ে যান তাসখন্দ চলচ্চিত্র উৎসবে। সেখানে ছবির নায়িকা ববিতার সঙ্গে নির্মাতা।

চলচ্চিত্রে অভিষেকের আগে নব্বইয়ের দশকের প্রথমদিকে শাকিব খান এফডিসিতে যান শুটিং দেখতে। সেই সময় নায়িকা শাবনূরের সঙ্গে তোলা তাঁর একটি ছবি।

জনপ্রিয় নায়ক জাফর ইকবাল ও কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ সম্পর্কে ভাই-বোন। ছোটবেলায় তাঁদের গান গাওয়ার একটি মুহূর্ত।

১৯৯৪ সাল। বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার এলেন ঢাকা সফরে। তখন শাবনাজ-নাঈম ঢাকাই ছবির অত্যন্ত জনপ্রিয় তারকা জুটি। তাঁদের সৌভাগ্য হয়েছিল বলিউড মুঘলের সান্নিধ্য পাওয়ার।

এই হলো দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছবি। তখন তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়েন।

১৯৭৪ সালে আজিজুর রহমান চট্টগ্রামে যান ‘সাম্পানওয়ালা’ ছবির শুটিংয়ে। সেই সময় ছবির নায়িকা শাবানা ও নির্মাতার একটি মুহূর্ত।

১৯৯৩ সালে নির্মাতা এহতেশাম তাঁর ‘চাঁদনী রাতে’ ছবিতে ব্রেক দেন নায়িকা হিসেবে শাবনূরকে। শুটিংয়ের ফাঁকে দুজনের ছবি।

চলচ্চিত্রে আসার অনেক আগে নিজের বাসায় তোলা পূর্ণিমার একটি ছবি। তখনো তিনি নায়িকা হয়ে ওঠেননি। তাঁর সেই ছবি এখনো তাঁকে নস্টালজিয়ায় আক্রান্ত করে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        